আমন্ত্রণ এবং নিমন্ত্রণ-এর মধ্যে পার্থক্য

আমন্ত্রনঃ

কোন বিশেষ ঘটনাবলি উপলক্ষে, শ্রদ্ধেও, কর্তা, কন্ট্রোলার, গন্যমান্য, জন্যগনের সুপরিচিত ব্যক্তি হিসাবে উক্ত ঘটনায় উপস্থিতি কাম্যের অভিপ্রায়ে যে আহব্বান করা হয় তাকে আমন্ত্রন বলে। এখানে আমন্ত্রিত ব্যক্তি ঘটনা ঘটকের ব্যক্তিগত পরিচিত বা সম্পর্কিত থাকেনা। যেমন ক্রিড়া অনুষ্ঠানে বক্তব্য দেয়ার জন্য ক্রিড়া প্রতিমন্ত্রীকে আমন্ত্রন। এখানে মন্ত্রী কোন ভাবেই খেলোয়ার বা খেলা পরিচলনাকারী বা নির্দেশকারীর ব্যক্তিগত কেউ নন। অধিকাংশ ক্ষেত্রে আমন্ত্রন পাঠানো হয় কমিটি বা প্রতিষ্ঠান বা কয়েকজন ব্যবস্থাপকের সম্মতিক্রমে।

নিমন্ত্রনঃ

ব্যক্তিগত পর্যায়ে কোন ঘটনা বা বিষয়ে অতি কাছের পরিচিত, আত্মীয়তার সম্পর্ক বা প্রতিবেশি বা কলিগ সম্পর্ক এমন ব্যক্তির উপস্থিতি কাম্যের জন্য নিমন্ত্রন করা হয়। নিমন্ত্রন সাধারন পারিবারিক উৎসব বা ঘটনায় ব্যক্তিগত করা হয়। এখানে ব্যক্তির সাথে কিছুটা সম্পর্ক থাকে। যেমন বিয়েতে দাওয়াত, জন্মদিনের দাওয়াত এগুলো নিমন্ত্রন।

আমন্ত্রণ এবং নিমন্ত্রণ-এর মধ্যে পার্থক্যঃ

আমি আপনাকে আমন্ত্রণ জানালাম আমার বাড়িতে, আপনি যথারীতি আমার বাড়িতে আমন্ত্রিত হলেন এবং আমাকে আপনার বাড়ি যাবার জন্য নিমন্ত্রণ করে গেলেন । এবার জেনে নেয়া যাক আমন্ত্রণ এর অর্থ আসিবার জন্য অনুরোধ, স্বাগত সম্ভাষণ।
নিমন্ত্রণ হলো ভোজনার্থ আহ্বান । আরও সহজ ভাবে বুঝার জন্য উদাহরণ স্বরুপ বলা যায় আপনার স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিশেষ কোনো অতিথিকে ডাকা হলে সেটা আমন্ত্রণ, কিন্তু বিয়ের অনুষ্ঠানে যখন অতিথিদের আসতে বলা হয় তখন সেটা নিমন্ত্রণ।

নিমন্ত্রণ শব্দের আভিধানিক অর্থ দাওয়াত, ভোজনের আহ্বান, কোন অনুষ্ঠানে উপস্থিত থাকার আহ্বান বা আমন্ত্রণ। কলিম খান ও রবি চক্রবর্তীর বঙ্গীয় শব্দার্থকোষেও উভয় শব্দের উৎস অভিন্ন ক্রিয়মূল (মন্) নির্দেশ করা হয়েছে। সুতরাং দেখা যাচ্ছে, অভিধানে নিমন্ত্রণ ও আমন্ত্রণ শব্দের অর্থগত কোন পার্থক্য নেই। তবে প্রায়োগিক ক্ষেত্রে অনির্ধারিত কিছু সুক্ষ্ম পার্থক্য রয়েছে। অনেকে মনে করেন, যে সকল দাওয়াত বা আহ্বানে আহ্বানকারীর পক্ষ থেকে ভুরি-ভোজের ব্যবস্থা থাকে তাকে নিমন্ত্রণ এবং যেখানে আহ্বানকারীর পক্ষ থেকে সাধারণত ভোজের ব্যবস্থা থাকে না বা মাঝে মাঝে থাকলে তা ভুরিভোজ নয় তাকে আমন্ত্রণ বলে। এ ব্যাখ্যা কিয়দংশ ঠিক হলেও পুরোপুরি ঠিক নয়।

সাধারণত ব্যক্তিগত ও পারিবারিক পর্যায়ে ছোটখাটো সামাজিক বা ধর্মীয় অনুষ্ঠান বা অন্যান্য বিশেষ উৎসবসমূহে অভ্যাগতদের দাওয়াতের ক্ষেত্রে নিমন্ত্রণ শব্দটির অধিক ব্যবহার দেখা যায়। এ সকল দাওয়াতে সধারণত ভুরভোজের ব্যবস্থা থাকে। অন্যদিকে বড় আকারের রাজনীতিক, ধর্মীয়, সামাজিক ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে দাওয়াতের বেলায় আমন্ত্রণ শব্দটির অধিক ব্যবহার লক্ষণীয়।

তবে এখানেও অনেক সময় ভুরিভোজের ব্যবস্থা না হলেও হালকা ভোজের ব্যবস্থা করা হয়। রাষ্ট্রীয় পর্যায়ের অনেক আমন্ত্রণে ভুরিভোজের ব্যবস্থা থাকে। নিমন্ত্রণের আর একটি বৈশিষ্ট্য হচ্ছে অভ্যাগতরা সাধারণত বিভিন্ন রকমের উপহার সামগ্রী নিয়ে আসেন কিন্তু আমন্ত্রণের ক্ষেত্রে সাধারণত উপহার আনার রেওয়াজ নেই। আনা হলেও তাতে ব্যক্তি উদ্যোগের চেয়ে সমষ্টিগত বা আনুষ্ঠানিক উদ্যোগ অধিক পরিলক্ষিত। নিমন্ত্রিত অতিথিদেরকে আমন্ত্রিত অতিথিও বলা যায়। আমন্ত্রিত অতিথিদেরকে অনেক সময় উপহার সামগ্রী দেওয়া হয় কিন্তু নিমন্ত্রিত অতিথিদের ক্ষেত্রে তা সাধারণত দেখা যায় না। যেমন : অনেক অনুষ্ঠানে আমন্ত্রিত বিশেষ অতিথিগণকে উপহারসামগ্রী প্রদান করা হয়।