C3 উদ্ভিদ ও C4 উদ্ভিদের মধ্যে পার্থক্য

C3 উদ্ভিদ:

যেসব উদ্ভিদের আলােক নিরপেক্ষ অধ্যায়ে শুধু C3 তথা ক্যালভিন চক্র চলে তাদেরকে C3 উদ্ভিদ বলা হয়। এদের পাতার বান্ডলশীথকে ঘিরে মেসােফিল কোষের পৃথক কোনাে স্তর থাকে না । C3 উদ্ভিদ উচ্চতাপমাত্রায় খাপ খাইয়ে নিতে সক্ষম । অধিকাংশ আবৃতবীজী উদ্ভিদে বিশেষ করে দ্বিবীজপত্রী উদ্ভিদে C3 চক্র চলে । বেশ কিছু একবীজপত্রী উদ্ভিদেও C3 চক্র দেখা যায়।

C3 গাছগুলি অসংখ্য এবং তারা C3 পথ ব্যবহার করে। C3 উদ্ভিদে ক্লোরোপ্লাস্ট এক প্রকারের, এটি মনোমরফিক এবং তাদের পেরিফেরিয়াল রেটিকুলাম থাকে না। C3 উদ্ভিদের বান্ডিল মাপে খুব বেশি ক্লোরোপ্লাস্ট থাকে না। C3 উদ্ভিদের হালকা প্রতিক্রিয়া মেসোফিল কোষে ঘটে যেখানে কার্বন স্থিরকরণ রিবুলোজ বিসফসফেট কার্বোক্সিলেস অক্সিজেনেসের সাহায্যে ঘটে।

আগত কার্বন ডাই অক্সাইড G3P এর সাথে প্রতিক্রিয়া জানায় এবং হ্রাসের একটি সিরিজ পেরিয়ে যায়। এই বায়োকেমিক্যাল প্রক্রিয়াগুলি সমস্ত উদ্ভিদে প্রায় একই রকম।

C4 উদ্ভিদ:

সবুজ উদ্ভিদে সংঘঠিত সালোক সংশ্লেষণের অন্ধকার পর্যায়ে CO2 বিজারণের তিনটি গতিপথ রয়েছে। এর মধ্যে একটি হলো হ্যাচ ও স্ল্যাক চক্র বা C4 গতিপথ। এই চক্রের প্রথম স্থায়ী পদার্থ হলো 4 কার্বণ বিশিষ্ট অক্সালো এসিড। যেসব উদ্ভিদে C3 গতিপথ বা ক্যালভিন চক্র পরিচালিত হওয়ার পাশাপাশি এই C4 গতিপথও সংঘটিত হয় সেগুলোই হলো C4 উদ্ভিদ।

C4 উদ্ভিদ বেশিরভাগ উষ্ণ জল এবং আর্দ্র জলবায়ুতে বাস করে। C4 উদ্ভিদের মেসোফিল কোষগুলিতে অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের চেয়ে বেশি ঘনত্বের মধ্যে থাকে। ফোটোলাইসিসের কারণে এই কোষগুলিতে অক্সিজেনের ঘনত্ব বেশি। C4 চক্র হ’ল ক্যালভিন চক্রের বিকল্প পথ যা সালোকসংশ্লেষণের অন্ধকার পর্যায়ে ঘটে। অক্সালোয়েসেটিক অ্যাসিড C4 চক্রের প্রথম যৌগ এবং এই গাছগুলির পাতাগুলিতে ক্রান্স এনাটমি নামে বিশেষ ধরনের অ্যানাটমি থাকে।

C3 উদ্ভিদ ও C4 উদ্ভিদের মধ্যে পার্থক্য:

যেসব উদ্ভিদের আলােক নিরপেক্ষ অধ্যায়ে শুধু C3 তথা ক্যালভিন চক্র চলে তাদেরকে C3 উদ্ভিদ বলা হয়। C3 উদ্ভিদ ও C4 উদ্ভিদের মধ্যে পার্থক্য নিম্নরুপ-

১। C3 গাছপালা C3 পাথওয়ে ব্যবহার করে। অন্যদিকে C4 গাছপালা C4 পাথওয়ে ব্যবহার করে।

২। C3 গাছের পাতাগুলিতে ক্র্যান এনাটমি থাকে না। অন্যদিকে C4গাছের পাতাগুলিতে ক্র্যানস এনাটমি থাকে।

৩। ক্লোরোপ্লাস্ট C3 উদ্ভিদে মনমোরফিক। অন্যদিকে C4 উদ্ভিদে ডায়মোরফিক হয়।

৪। C3 গাছপালা C4 উদ্ভিদের তুলনায় আলোকসংশ্লিষ্টকরণে কম দক্ষ ।

৫। ক্লোরোপ্লাস্টের C3 উদ্ভিদে পেরিফেরিয়াল রেটিকুলাম নেই। অন্যদিকে C4 উদ্ভিদে পেরিফেরিয়াল রেটিকুলাম রয়েছে।

৬। মেসোফিল কোষগুলি C3 উদ্ভিদে সম্পূর্ণ সালোকসংশ্লেষণ করে। অন্যদিকে C4 উদ্ভিদে কেবল প্রাথমিক স্থিরকরণ হয়।


বিজ্ঞান সংক্রান্ত আরো পার্থক্য পড়ুনঃ Science

আরোও পার্থক্য পড়ুনঃ  সংকীর্ণ মুদ্রা ও বিস্তৃত মুদ্রার মধ্যে পার্থক্যমোট, গড় ও প্রান্তিক ব্যয়ের মধ্যে পার্থক্যস্বল্পকালীন ও দীর্ঘকালীন উৎপাদন ব্যয়ের মধ্যে পার্থক্যদামের স্থিতিস্থাপকতা এবং চাহিদার আয়ের স্থিতিস্থাপকতার মধ্যে পার্থক্য