সেন্ট্রোমিয়ার ও সেন্ট্রোজোমের মধ্যে পার্থক্য

সেন্ট্রোমিয়ার (Centromere):

ক্রোমােজোমের মুখ্য খাঁজের যে-ঘন অরঞ্জিত অংশটি ক্রোমােজোমের ক্রোমাটিড দুটিকে বা তার বাহু দুটিকে যুক্ত রাখে, তাকে সেন্ট্রোমিয়ার বলে। সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের একটি বিন্দু যেখানে কোষ বিভাজনের সময় মাইটোটিক স্পিন্ডাল ফাইবারগুলি বোন(কন্যা) ক্রোমাটিডগুলিকে টানতে সংযুক্ত করে। সেন্ট্রোমিয়ার ক্রোমোজমের একটি অনন্য বিশেষ অঞ্চল যা কোষ বিভাজনের সময় স্পিন্ডাল ফাইবারগুলি সংযুক্ত করে।

সেন্ট্রোজোম (Centrosome):

সকল প্রাণী কোষ এবং কিছু উদ্ভিদ কোষের সাইটোপ্লাজম তরলের মধ্যে নিউক্লিয়াসের পাশে অবস্থিত পর্দাবিহীন তারকা আকৃতির কোষীয় অঙ্গাণুকে সেন্ট্রোজোম বলে।ইন্টারফেজ কোষের কেন্দ্রস্থলে নিউক্লিয়াসের পাশে সেন্ট্রোজোম অবস্থিত। সেন্ট্রোজোমের গঠন মোটামুটি ৪ ভাগে ভাগ করা যায় । সেগুলি নিম্নরূপ-

i. সেন্ট্রোজোমের বাইরে সমসত্ব সাইটোপ্লাজমীয় ধাত্র বা সেন্ট্রোস্ফিয়ার- সেন্ট্রিওলকে বেষ্টন করে একটি ঘন ও নিরেট আবরণ থাকে একেই সেন্ট্রোস্ফিয়ার বলে। কোষ বিভাজনের সময় সেন্ট্রোস্ফিয়ার থেকে অ্যাস্ট্রাল রে বের হয়।

ii. সেন্ট্রোজোমের কেন্দ্রের সাইটোপ্লাজমীয় ধাত্র বা কাইনোপ্লাজম

iii. সেন্ট্রোস্ফিয়ার এর চতুর্দিক থেকে বহির্গত রশ্মির মত অনুনালিকা বা অ্যাস্ট্রাল রশ্মি অ্যাস্টার- প্রো-মেটাফেজ দশায় সেন্ট্রিওল দুটির চারপাশ থেকে এক বিশেষ রশ্মির বিচ্ছুরণ ঘটে একেই অ্যাস্ট্রাল রশ্মি অ্যাস্টার রে বলা হয়।

iv. সেন্ট্রিওল- কাইনোপ্লাজমের কেন্দ্রস্থলে অবস্থিত অনুনালিকা দিয়ে গঠিত দুটি দু’মুখ খোলা ফাপা পিপার মত গঠনকে বলা হয় সেন্ট্রিওল।

সেন্ট্রোমিয়ার ও সেন্ট্রোজোমের মধ্যে পার্থক্যঃ

ক্রোমােজোমের মুখ্য খাঁজের যে-ঘন অরঞ্জিত অংশটি ক্রোমােজোমের ক্রোমাটিড দুটিকে বা তার বাহু দুটিকে যুক্ত রাখে। সেন্ট্রোমিয়ার ও সেন্ট্রোজোমের মধ্যে পার্থক্য নিম্নরূপ-

১। ক্রোমােজোমের মুখ্য খাঁজের যে-ঘন অরঞ্জিত অংশটি ক্রোমােজোমের ক্রোমাটিড দুটিকে বা তার বাহু দুটিকে যুক্ত রাখে, তাকে সেন্ট্রোমিয়ার বলে। অন্যদিকে, সকল প্রাণী কোষ এবং কিছু উদ্ভিদ কোষের সাইটোপ্লাজম তরলের মধ্যে নিউক্লিয়াসের পাশে অবস্থিত পর্দাবিহীন তারকা আকৃতির কোষীয় অঙ্গাণুকে সেন্ট্রোজোম বলে।

২। সেন্ট্রোমিয়ারের অবস্থান ক্রোমোজোমের ক্রোমাটিনদ্বয়ের সংযোগস্থল বা মুখ্য খাঁজে। অন্যদিকে, সেন্ট্রোজোম অবস্থান করে কোষের সাইটোপ্লাজমে নিউক্লিয়াস এর কাছাকাছি।

৩। উদ্ভিদ ও প্রাণী উভয় প্রকার কোষেই সেন্ট্রোমিয়ার থাকে। অন্যদিকে, কেবলমাত্র প্রাণী কোষেই সেন্ট্রোজোম থাকে।

৪। ক্রোমোজোমের মুখ্য খাঁজে অবস্থিত চাকতির মত অংশ হলো সেন্ট্রোমিয়ার। অন্যদিকে, সেন্ট্রোজোম হল কোষীয় অঙ্গানু যা সেন্ট্রিওল নিয়ে গঠিত।

৫। চারটি সেন্ট্রোমেরিক ক্রোমোমিয়ার নিয়ে সেন্ট্রোমিয়ার গঠিত। অন্যদিকে, নয়টি ত্রয়ী অনুনালিকা দ্বারা সেন্ট্রোজোম গঠিত।

৬। সেন্ট্রোমিয়ার এর কাজ হল ক্রোমাটিডদ্বয়কে আবদ্ধ রাখা ও কোষ বিভাজনকালে ক্রোমোজোমকে বেমতন্তুর সঙ্গে যুক্ত রাখা। অন্যদিকে, সেন্ট্রোজোম এর কাজ হল প্রাণী কোষ বিভাজনের সময় মাকু গঠন করা।