পরিবাহী এবং অপরিবাহীর মধ্যে পার্থক্য

পরিবাহী:

যে সকল পদার্থের মধ্য দিয়ে খুব সহজেই তড়িৎপ্রবাহ চলাচল করতে পারে তাদেরকে পরিবাহী বলে। যেমন– তামা, রূপা, অ্যালুমিনিয়াম ইত্যাদি। পরিবাহীর পদার্থের ভ্যালেন্স ইলেকট্রনের সংখ্যা ৪টির কম পদার্থ থাকে। এদের ভ্যলেন্স ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের সঙ্গে খুব হালকা বন্ধনে আবদ্ধ থাকে। ফলে ইলেকট্রনগুলোকে সহজেই এক পরমাণু হতে অন্য পরমানুতে স্থানান্ত্র করা যায়।

বিদ্যুৎ চলাচল ব্যবস্থায় বৈদ্যুতিক শক্তিকে এক জায়গা হতে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য পরিবাহী পদার্থের তার বা ক্যাবল ব্যবহার করা হয়। তার ও ক্যাবল ছাড়াও বৈদ্যুতিক মোটর, জেনারেটর, ট্রান্সফরমার ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি তৈরি করতে পরিবাহী পদার্থ ব্যবহার করা হয়।

অপরিবাহী:

যে সকল পদার্থের মধ্য দিয়ে তড়িৎপ্রবাহ চলাচল করতে পারে না তাদেরকে অপরিবাহী বা অন্তরক পদার্থ বলে। যেমন– প্লাস্টিক, রাবার, কাঠ, কাচ ইত্যাদি। অপরিবাহীর পদার্থে পরমাণু সর্বশেষ কক্ষে আটটি ইলেকট্রন থাকে অর্থাৎ ভ্যালেন্স ইলেকট্রনের সংখ্যা আটটি থাকে সে সমস্ত পদার্থ অপরিবাহী হিসাবে কাজ করে। এদের ভ্যালেন্স ইলেকট্রনেরসমূহকে সহজেই কক্ষচ্যুত করা যায় না এবং নিউক্লিয়াসের সঙ্গে অত্যন্ত দৃঢ় বন্ধনে আবদ্ধ থাকে।

পরিবাহী এবং অপরিবাহীর মধ্যে পার্থক্য:

যে সকল পদার্থের মধ্য দিয়ে খুব সহজেই তড়িৎপ্রবাহ চলাচল করতে পারে তাদেরকে পরিবাহী বলে। পরিবাহী এবং অপরিবাহীর মধ্যে পার্থক্য নিম্নরুপ-

১। পরিবাহী পদার্থের মুক্ত ইলেকট্রন সংখ্যা খুব বেশি। বদ্ধ ইলেকট্রন কম। অন্যদিকে অপরিবাহী পদার্থের মুক্ত ইলেকট্রন প্রায় 10^7 টি।

২। প্রতি ঘনমিটার পরিবাহীর মুক্ত ইলেকট্রন প্রায় 10^28 টি। অন্যদিকে প্রতি ঘনমিটার অপরিবাহীর মুক্ত ইলেকট্রন প্রায় 10^7 টি।

৩। বাহ্যিক শক্তি প্রয়োগের ফলে পরিবাহী পদার্থের মধ্য দিয়ে সহজেই মুক্ত ইলেকট্রন প্রবাহিত করা যায়। অন্যদিকে অপরিবাহী পদার্থের মধ্য দিয়ে মুক্ত ইলেকট্রন প্রবাহিত করা যায় না বললেই চলে।

৪। মুক্ত ইলেকট্রন প্রবাহের ফলে পরিবাহীর মধ্য দিয়ে সহজে কারেন্ট প্রবাহিত হয়। অন্যদিকে মুক্ত ইলেকট্রন প্রবাহের দ্বারা কারেন্ট প্রবাহিত করা সম্ভব নয়।

৫। চার্জযুক্ত পরিবাহীর মুক্ত ইলেকট্রনের জন্য সব বিন্দুতে প্রায় একই বিভব বিদ্যমান। অন্যদিকে চার্জযুক্ত অপরিবাহীর সব বিন্দুতে একই পটেনশিয়াল বিদ্যমান নয়।


Physics সংক্রান্ত আরো পার্থক্য পড়ুনঃ Physics

আরোও পার্থক্য পড়ুনঃ রম্বস ও সামান্তরিকের মধ্যে পার্থক্যকার্ডিয়াক এবং কঙ্কাল পেশীর মধ্যে পার্থক্যসম্পাদ্য এবং উপপাদ্যের মধ্যে পার্থক্যতথ্য ও উপাত্তের মধ্যে পার্থক্যগণিত এবং ফলিত গণিতের মধ্যে পার্থক্যঅক্ষাংশ ও অক্ষরেখার মধ্যে পার্থক্যভর এবং ওজনের মধ্যে পার্থক্য