উত্তল ও অবতল দর্পণের মধ্যে পার্থক্য

উত্তল দর্পণ (Convex Mirror):

যদি কোন গোলকের উত্তল পৃষ্ঠ প্রতিফলকের ন্যায় আচরণ করে তবে তাকে উত্তল দর্পণ বলে। অর্থাৎ গোলকীয় দর্পণের বাইরের উত্তলপৃষ্ঠটি উত্তল দর্পণ হিসেবে কাজ করে। একে অপসারী দর্পণ বলে ।

অবতল দর্পণ (Concave Mirror):

কোনো গোলকের অবতল পৃষ্ঠ যদি প্রতিফলকরূপে কাজ করে অর্থাৎ আলোর নিয়মিত প্রতিফলন যদি গোলীয় দর্পণের অবতল পৃষ্ঠ হতে সংঘটিত হয় তবে সে দর্পণকে অবতল দর্পণ বলে। অবতল দর্পণের বৈশিষ্ট্য নিম্নরূপ : অবতল দর্পণে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে।

উত্তল ও অবতল দর্পণের মধ্যে পার্থক্যঃ

যদি কোন গোলকের উত্তল পৃষ্ঠ প্রতিফলকের ন্যায় আচরণ করে তবে তাকে উত্তল দর্পণ বলে। উত্তল ও অবতল দর্পণের পার্থক্য নিম্নে আলোচনা করা হয়েছে-

১। টেলিস্কোপ তৈরিতে উত্তল দর্পণের ব্যাবহার করা হয় । অন্যদিকে, প্রতিফলক হিসেবে অবতল দর্পণ এর ব্যাবহার করা হয় ।

২। উত্তল দর্পণ মোটর বাইক এ সাইড মিরর হিসেবে ব্যাবহার করা হয়। অন্যদিকে, অবতল দর্পণ অবতল দর্পণের সাহায্যে আমরা আমাদের নিজেদের মুখ দেখে থাকি।

৩। দোকান বা শপিং মলে নিরাপত্তার কাজে উত্তল দর্পণ এর ব্যাবহার করা হয় । অন্যদিকে, অবতল দর্পণে আলোক রশ্মিগুচ্ছ কে একটি বিন্দুতে কেন্দ্রীভূত করা যায় বলে ডাক্তার রা চোখ, কান ও গলা পরীক্ষা করার সময় এ দর্পণের ব্যাবহার করে থাকেন ।

৪। ফাঁপা গোলকের বাইরের পৃষ্ঠের কিছু অংশ যদি মসৃণ হয় এবং তাতে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তবে উত্তল দর্পণ তৈরি হয়। অন্যদিকে ফাঁপা গোলকের ভিতরের পৃষ্ঠের কিছু অংশ যদি মসৃণ হয় এবং তাতে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তবে অবতল দর্পণ তৈরি হয়