সংশ্লেষ ও নিষেকের মধ্যে পার্থক্য

সংশ্লেষ (Correlation):

যদি দু’টি চলক একই সাথে পরিবর্তীত হয় অর্থাৎ উহার একটিতে পরিবর্তন হলে অন্য টিতে কোন না কোন পরিবর্তন হয় তাহলে ধরে নেওয়া হয় উহাদের মধ্যে সম্পর্ক আছে। চলক দু’টির মধ্যে এরূপ সম্পর্ককে সংশ্লেষ বলে। উদাহরণ স্বরূপ বলা যায়, সার প্রয়োগে কোন জমির ফসলের উৎপাদন বৃদ্ধি পায়, অতিরিক্ত বৃষ্টিতে ফসলের ক্ষতি হওয়া ইত্যাদি। এখানে প্রথমটিতে সার ও ফসল দু’টি চলক এবং অন্যটিতে বৃষ্টি ও ফসল দু’টি চলক। চলকের পরিবর্তনের প্রকৃতি ভিন্ন রূপ হতে পারে। যেমন, একটি চলক বৃদ্ধি পেলে অন ̈টিতে হ্রাস/বৃদ্ধি পেতে পারে আবার একটি হ্রাস পেলে অন্যটি হ্রাস এবং দ্বিতীয়টিতে বৃদ্ধি পেতে পারে তাই সম্পর্কের প্রকৃতি অনুযায়ী সংশ্লেষকে ভিন্ন ভাবে ভাগ করা যায়:

১. ধনাত্মক
২. ঋণাত্মক

নিষেক (Fertilization):

যে পদ্ধতিতে পুংগ্যামেট এবং স্ত্রীগ্যামেট স্থায়ীভাবে মিলিত হয়ে ডিপ্লয়েড (2n) কোশ জাইগােট গঠন করে নতুন জীব সৃষ্টি করে, তাকে নিষেক (Fertilization) বলে। অর্থাৎ বিসদৃশ দুটি জননকোষ অর্থাৎ স্ত্রীগ্যামেট তথা ডিম্বানুর সঙ্গে পুংগ্যামেটের যৌন মিলনকে নিষেক বলে। নিষেকক্রিয়া হল গ্যামিটদ্বয়ের মিলনের মাধ্যমে একই প্রজাতির নতুন একটি জীব উৎপাদন। প্রাণীর ক্ষেত্রে শুক্রাণু ডিম্বাণুর সাথে মিলিত হয় এবং প্রকারান্তরে ভ্রুণ তৈরি করে। প্রাণীর প্রজাতির উপর নির্ভর করে নিষেক স্ত্রী- প্রজাতির দেহের ভিতরে অন্তঃনিষেক প্রকিয়ায় বা দেহের বাইরে বহিঃনিষেক প্রক্রিয়ায় সংঘটিত হয়ে থাকতে পারে। নতুন প্রাণ তৈরি হবার সম্পূর্ণ এ প্রক্রিয়াকে প্রোক্রিয়েশন এবং এর জন্য প্রজাতিসমূহের কার্যাবলীকে প্রজনন বলে।

সংশ্লেষ ও নিষেকের মধ্যে পার্থক্যঃ

যে পদ্ধতিতে পুংগ্যামেট এবং স্ত্রীগ্যামেট স্থায়ীভাবে মিলিত হয়ে ডিপ্লয়েড (2n) কোশ জাইগােট গঠন করে। সংশ্লেষ ও নিষেকের মধ্যে পার্থক্য নিচে দেখানো হলো-

১। যদি দু’টি চলক একই সাথে পরিবর্তীত হয় অর্থাৎ উহার একটিতে পরিবর্তন হলে অন্য টিতে কোন না কোন পরিবর্তন হয়। চলক দু’টির মধ্যে এরূপ সম্পর্ককে সংশ্লেষ বলে। অন্যদিকে, যে পদ্ধতিতে পুংগ্যামেট এবং স্ত্রীগ্যামেট স্থায়ীভাবে মিলিত হয়ে ডিপ্লয়েড (2n) কোশ জাইগােট গঠন করে নতুন জীব সৃষ্টি করে, তাকে নিষেক বলে।

২। সংশ্লেষ একটি সরল প্রক্রিয়া। অন্যদিকে, নিষেক একটি জটিল প্রক্রিয়া

৩। সংশ্লেষ সাধারনত নিম্নশ্রেণির জীবদেহে দেখা যায়। অন্যদিকে, নিষেক প্রধানত উচ্চশ্রেণির জীবদেহে এবং কিছু নিম্নশ্রেণির জীবদেহে দেখা যায়।

৪। সংশ্লেষ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী গ্যামেট দুটি অঙ্গসংস্থানগত ভাবে এক হলেও তারা শারীরবৃত্তীয় ভাবে আলাদা। অন্যদিকে, নিষেক প্রক্রিয়ায় অংশগ্রহণকারী গ্যামেট দুটি অঙ্গসংস্থানগত ভাবে এবং শারীরবৃত্তীয় ভাবে বিপরীত যৌনের হয়।

৫। সংশ্লেষ প্রক্রিয়ায়, উৎপন্ন সংশ্লেষনালীর মাধ্যমে গ্যামেটের মিলন ঘটে। অন্যদিকে, নিষেক প্রক্রিয়ায় কোন সংশ্লেষনালী গঠিত হয় না।

৬। সংশ্লেষের উদাহরণ- স্পাইরোগাইরা। অন্যদিকে, নিষেকের উদাহরণ- উডোগোনিয়াম, মানুষ।