Site icon Parthokko.com.bd | পার্থক্য | Difference Between

CV এবং Resume এর মধ্যে পার্থক্য

CV এবং Resume

CV (curriculam vitae):

চাকরির আবদনে করতে হলে জীবন বৃত্তান্ত খুবই জরুরী। জীবন বৃত্তান্তকে ইংরেজিতে curriculum vitae’ বলা হয়। এটি ল্যাটিন শব্দ (Curriculum Vitæ) থেকে এসেছে। এর অর্থ course of life. Curriculum vitae কে সংক্ষেপে CV বলা হয়। যুক্তরাজ্য, আইয়ারল্যান্ড, নিউজিল্যান্ড সহ বিশ্বের অধিকাংশ দেশে Curriculum vitae (CV) শব্দটি বেশি ব্যবহৃত হয়। এটিকে Bio-data ও বলা হয়।

রেজ্যুম (Resume):

আমেরিকা ও কানাডায় ‘resume’ শব্দটি বেশি ব্যবহৃত হয়। Resume শব্দটি ল্যাটিন শব্দ résumé থেকে এসেছে। রেজ্যুমে হচ্ছে একজন ব্যক্তির ব্যক্তিগত, শিক্ষাগত, পেশা আর যোগ্যতার তথ্য একনজরে তুলে ধরার কৌশল। এটিকে একজন চাকরিপ্রার্থীর ব্যক্তিগত বিজ্ঞাপনও বলা হয়।

CV এবং Resume এর মধ্যে পার্থক্যঃ
CV ও resume উভয়ের অর্থ জীবন বৃত্তান্ত বুঝালেও সামান্য অর্থগত পার্থক্য আছে। নিন্মে CV এবং Resume এর মধ্যে পার্থক্য দেখানো হলো-

১। রেজ্যুমে ও সিভির মূল অংশগুলো একই রকমের। রেজ্যুমে মূলত এক বা দুই পৃষ্ঠায় লেখা হয়। অন্যদিকে সিভির লেখায় পৃষ্ঠার সীমাবদ্ধতা নেই এবং স্বাভাবিকভাবেই বিবরনগুলোও হয় তুলনামূলক বিস্তারিত, এমনকি এখানে কয়েকজন সম্মানিত ব্যক্তির নাম-ঠিকানা (রেফারেন্স) উল্লেখ করা হয়ে থাকে। সাধারণত, মধ্যম বা উচ্চস্তরের চাকুরি (ক্যারিয়ার) অথবা ফেলোশীপের জন্য সিভি লেখা হয়।

২। CV বলতে বিস্তারিত জীবন বৃত্তান্ত বুঝায়। আর resume বলতে সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত বুঝায়।

৩। যদি কোনো চাকরির বিজ্ঞাপনে লেখা থাকে, please send us your CV। তাহলে পূর্ণাঙ্গ বা বিস্তারিত জীবন বৃত্তান্ত পাঠানো উচিৎ। অন্যদিকে আর যদি লেখা থাকে, please send us your resume তাহলে সংক্ষিপ্ত জীবন বৃত্তান্তটি পাঠানো উচিৎ।

৪। সিভিতে আপনার একাডেমিক যোগ্যতাকে ফোকাস করা হয় আর রেজ্যুমতে আপনার স্কিলের উপর ফোকাস করা হয়।

৫। সিভিতে আপনার পার্সোনাল ডিটেইলস থাকতে পারে।অন্যদিকে রেজ্যুমতে থাকবে না।

৬। সিভি কিছুটা দীর্ঘ হয়। অন্যদিকে রেজ্যুম খুব শর্ট হয় সিভির তুলনায়

৭। যুক্তরাজ্য, আইয়ারল্যান্ড, নিউজিল্যান্ড সহ বিশ্বের অধিকাংশ দেশে Curriculum vitae (CV) শব্দটি বেশি ব্যবহৃত হয়। অন্যদিকে আমেরিকা ও কানাডায় ‘resume’ শব্দটি বেশি ব্যবহৃত হয়।

Exit mobile version