আর্থিং এবং গ্রাউন্ডিংয়ের মধ্যে পার্থক্য

আর্থিং (Earthing):

অনাকাঙ্ক্ষিত বিদ্যুতের হাত হতে বৈদ্যুতিক যন্ত্রপাতি এবং মানুষকে রক্ষা কল্পে বৈদ্যুতিক যন্ত্রপাতির ধাতুনির্মিত বহিরাবরণ হতে বৈদ্যুতিক কারেন্টকে কোনো তারের সাহায্যে নিরাপদে পৃথিবির মাটিতে প্রেরণের ব্যাবস্থাকে আর্থিং বলে। আর্থিং মানে হচ্ছে এসি লাইনে চলে এমন সরঞ্জামাদির বাইরের উন্মুক্ত অংশ যেমন- কেসিং, স্ক্রু-নাট, বডি এগুলোকে মাটির সাথে সংযুক্ত করে দেয়া। এতে করে কোন কারনে ইলেক্ট্রিক কোন ত্রুটির দরুন সরঞ্জামটির ভেতরে LIVE কানেকশন যদি বডিতে বা কেসিং-এ লেগে যায় তাহলে ঐ আর্থিং সংযোগের কারনে বিদ্যুৎ মাটিতে চলে যাবে। ফলে কেসিং-এ আপনি ছুঁলেও ইলেক্ট্রিক শক খাবেন না।

গ্রাউন্ডিং (Grounding):

ইলেকট্রন বিজ্ঞানএ, ভার্চুয়াল গ্রাউন্ড অথবা কৃত্রিম ভূসংযোগ হচ্ছে বর্তনীর এমন কোনো নোড, যাকে সরাসরি রেফারেন্স বিভবে যুক্ত না করেই একটি স্থির রেফারেন্স বিভবে রাখা হয়। কিছু ক্ষেত্রে রেফারেন্স বিভবকে ভূপৃষ্ঠের সাথে একই ধরা হয়, এবং সেক্ষেত্রে ওই নোডকে বলা হয় “গ্রাউন্ড” । বাইরের হাই ভোল্টেজ ট্রান্সফর্মার থেকে যে লাইন আপনার বাড়িতে এসে ঢুকেছে সেটার দুটো পয়েন্ট থাকে,একটি LIVE অন্যটি NEUTRAL। এই দুটি পয়েন্ট আপনার বাড়ির ভেতর প্রবেশ করা মাত্রই একটি পরিবাহী তার দিয়ে NEUTRAL পয়েন্টটিকে মাটিতে সংযোগ দেয়া হয়। এটাই হচ্ছে Grounding। এই কাজটি করার কারন হল এতে করে লাইনের নানান সরঞ্জামের লীকেজের কারনে কারেন্ট ঘুরে এসে NEUTRAL কে বিপদ্দজ্জনক করতে পারে না।

আর্থিং এবং গ্রাউন্ডিংয়ের মধ্যে পার্থক্যঃ

বৈদ্যুতিক যন্ত্রপাতির ধাতুনির্মিত বহিরাবরণ হতে বৈদ্যুতিক কারেন্টকে কোনো তারের সাহায্যে নিরাপদে পৃথিবির মাটিতে প্রেরণের ব্যাবস্থাকে আর্থিং বলে। আর্থিং এবং গ্রাউন্ডিংয়ের মধ্যে পার্থক্য নিম্নরূপ-

১। অনাকাঙ্ক্ষিত বিদ্যুতের হাত হতে বৈদ্যুতিক যন্ত্রপাতি এবং মানুষকে রক্ষা কল্পে বৈদ্যুতিক যন্ত্রপাতির ধাতুনির্মিত বহিরাবরণ হতে বৈদ্যুতিক কারেন্টকে কোনো তারের সাহায্যে নিরাপদে পৃথিবির মাটিতে প্রেরণের ব্যাবস্থাকে আর্থিং বলে। অন্যদিকে, ইলেকট্রন বিজ্ঞানএ, ভার্চুয়াল গ্রাউন্ড অথবা কৃত্রিম ভূসংযোগ হচ্ছে বর্তনীর এমন কোনো নোড, যাকে সরাসরি রেফারেন্স বিভবে যুক্ত না করেই একটি স্থির রেফারেন্স বিভবে রাখা হয়। কিছু ক্ষেত্রে রেফারেন্স বিভবকে ভূপৃষ্ঠের সাথে একই ধরা হয়, এবং সেক্ষেত্রে ওই নোডকে বলা হয় “গ্রাউন্ড” ।

২। বাড়ির এন্ট্রি পয়েন্টে NEUTRAL কে মাটিতে সংযোগ দেয়া হল গ্রাউন্ডিং-এর মাধ্যমে। অন্যদিকে, বাড়ির একটি সরঞ্জামের বডিকে মাটিতে সংযোগ দেয়া হল EARTHING এর দ্বারা।

৩। আর্থিং মানে হচ্ছে এসি লাইনে চলে এমন সরঞ্জামাদির বাইরের উন্মুক্ত অংশ যেমন- কেসিং, স্ক্রু-নাট, বডি এগুলোকে মাটির সাথে সংযুক্ত করে দেয়া। অন্যদিকে, দুটি পয়েন্ট বাড়ির ভেতর প্রবেশ করা মাত্রই একটি পরিবাহী তার দিয়ে NEUTRAL পয়েন্টটিকে মাটিতে সংযোগ দেয়া হয়। এটাই হচ্ছে Grounding।

৪। ইলেক্ট্রিক কোন ত্রুটির দরুন সরঞ্জামটির ভেতরে LIVE কানেকশন যদি বডিতে বা কেসিং-এ লেগে যায় তাহলে ঐ আর্থিং সংযোগের কারনে বিদ্যুৎ মাটিতে চলে যাবে। ফলে কেসিং-এ আপনি ছুঁলেও ইলেক্ট্রিক শক খাবেন না। অন্যদিকে, Grounding কাজটি করার কারন হল এতে করে লাইনের নানান সরঞ্জামের লীকেজের কারনে কারেন্ট ঘুরে এসে NEUTRAL কে বিপদ্দজ্জনক করতে পারে না।