এলুভিয়েশন ও ইলুভিয়েশনের পার্থক্য

এলুভিয়েশন:

যে প্রক্রিয়ায় মাটির উপরের স্তর থেকে খনিজ পদার্থ বৃষ্টির জলে দ্রবীভূত হয়ে বা জলে ভাসমান অবস্থায় মাটির নিচের স্তরে স্থানান্তরিত হয় তাকে এলুভিয়েশন বলে। এর ফলে মৃত্তিকার উধ্বস্তরে ওইসব খনিজের অভাব ঘটে এইরূপ ওপরের স্তরটিকে এলুভিয়েটেড স্তর বা এলুভিয়েটেড হােরাইজন (A) বলে।

যান্ত্রিক ও রাসায়নিক উভয় পদ্ধতিতে এলুভিয়েশন হয়। ধৌত প্রক্রিয়ায় পদার্থের অধােগমন ঘটে। এই প্রক্রিয়ায় মাটির A স্তর সৃষ্টি হয়।

ইলুভিয়েশন:

যে প্রক্রিয়ায় মাটির উপরের স্তর থেকে খনিজ পদার্থ বৃষ্টির জলে দ্রবীভূত হয়ে বা জলে ভাসমান অবস্থায় মাটির নিচের স্তরে সঞ্চিত হয়, তাকে ইলুভিয়েশন বলে। এই পদ্ধতিকে ইলুভিয়েশন বা অভিবাসন বা সঞয় প্রক্রিয়া বলে। ওই স্তরটিকে ইলুভিয়েটেড হােরাইজন বলা হয়। এই স্তরটি B হােরাইজন নামে পরিচিত। A স্তর থেকে যে সকল পদার্থ নীচে নামে তা B স্তরে সঞ্চিত হয়। এই পদ্ধতি হল ইলুভিয়েশন এবং B স্তরটি হল ইলুভিয়েটেড স্তর।

এলুভিয়েশন ও ইলুভিয়েশনের পার্থক্য:

যে প্রক্রিয়ায় মাটির উপরের স্তর থেকে খনিজ পদার্থ বৃষ্টির জলে দ্রবীভূত হয়ে বা জলে ভাসমান অবস্থায় থাকে। এলুভিয়েশন ও ইলুভিয়েশনের পার্থক্য নিম্নরুপ-

১। এলুভিয়েশন পদ্ধতি মাটির ওপরের স্তরে ঘটে থাকে। অন্যদিকে ইলুভিয়েশন পদ্ধতি মাটির নীচের স্তরে ঘটে থাকে।

২। এলুভিয়েশন পদ্ধতিতে ধৌত প্রক্রিয়ায় মাটির শীর্ষস্তর থেকে দ্রবীভূত খনিজের অপসারণ ঘটে। অন্যদিকে ইলুভিয়েশন পদ্ধতি তে মাটির নিম্নস্তরে দ্রবীভূত খনিজের সঞ্চয় ঘটে।

৩। এলুভিয়েশন পদ্ধতিতে মাটির উপরিস্তর খনিজশূন্য হয়ে পড়ে এবং স্তরের রং হালকা হতে থাকে। অন্যদিকে ইলুভিয়েশন পদ্ধতি তে মাটির নীচের স্তর খনিজসমৃদ্ধ হয় এবং মাটির রং গাঢ় হয়।

৪। যান্ত্রিক ও রাসায়নিক পদ্ধতিতে এলুভিয়েশন ঘটে থাকে। এজন্য পর্যাপ্ত বৃষ্টিপাত দরকার। অন্যদিকে ইলুভিয়েশনের বৈশিষ্ট্য নির্ভর করে এলুভিয়েশনের প্রকৃতি ও পদ্ধতির ওপর।

৫। এলুভিয়েশন পদ্ধতি মাটির A স্তর গঠিত হয়। অন্যদিকে ইলুভিয়েশন পদ্ধতি মাটির B স্তর গঠিত হয়।


ভূগোল সংক্রান্ত আরো পার্থক্য পড়ুনঃ Geography


আরোও পার্থক্য পড়ুনঃ রম্বস ও সামান্তরিকের মধ্যে পার্থক্যকার্ডিয়াক এবং কঙ্কাল পেশীর মধ্যে পার্থক্যসম্পাদ্য এবং উপপাদ্যের মধ্যে পার্থক্যতথ্য ও উপাত্তের মধ্যে পার্থক্যগণিত এবং ফলিত গণিতের মধ্যে পার্থক্য