ফার্ম ও শিল্পের মধ্যে পার্থক্য

ফার্ম (firm):

একটি দ্রব্য উৎপাদনে কতগুলো স্বয়ংসম্পূর্ণ একক থাকে। উৎপাদনের এসব স্বয়ংসম্পূর্ণ একককে প্লান্ট বলে। আর যদি একই ব্যবস্থাপনায় পরিচালিত স্বয়ংসম্পূর্ণ একাধিক প্লান্ট থাকে তবে তাদের সমষ্টিকে ফার্ম বলে। ফার্ম হলো শিল্পের একটি একক। যেমন: ইউএমসি জুট মিল একটি ফার্ম, আর এর অধীনে একই ব্যবস্থাপনায় পরিচালিত প্রত্যেকটি ইউনিট হলো একেকটি প্লান্ট। যেমন—চিনিশিল্প, বস্ত্রশিল্প, সারশিল্প ইত্যাদি।

শিল্প (industry):

একই দ্রব্য বা সমজাতীয় দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন ব্যবস্থাপনার অধীনে সকল উৎপাদন প্রতিষ্ঠান বা ফার্মের সমষ্টিকে শিল্প বলে। পূর্বের উদাহরনে ইউএমসি জুট মিলকে একটি ফার্ম বলা হয়েছে। আর শিল্পের ক্ষেত্রে দেশের সকল জুট মিলকে একসাথে পাট শিল্প বলা হবে। অর্থাৎ শিল্প হলো একটি দ্রব্য উৎপাদনে নিয়োজিত সকল ফার্মের সমষ্টি।

ফার্ম ও শিল্পের মধ্যে পার্থক্যঃ

১।একক ব্যবস্থাপনায় পরিচালিত একটি সমজাতীয় পণ্য উত্পাদনকারী কোনো নির্দিষ্ট কারখানাকেই ফার্ম বলে। যেমন—বাংলাদেশে সার উত্পাদনকারী ‘রূপায়ণ সার’ নামের কারখানাটি হলো একটি ফার্ম। অন্যদিকে একই পণ্য উত্পাদনে নিয়োজিত সব ফার্ম নিয়ে গঠিত হয় শিল্প। যেমন—বাংলাদেশে সব সার ফার্ম নিয়ে গঠিত হয়েছে বাংলাদেশ সারশিল্প।

২। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে শিল্পের চাহিদা রেখা ডান দিকে নিন্মগামী। অন্যদিকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের চাহিদা রেখা ভূমি অক্ষের সমান্তরাল।

৩। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে শিল্প স্বল্পকালে সর্বদাই স্বাভাবিক মুনাফা অর্জন করে থাকে। অন্যদিকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্ম স্বল্পকালে স্বাভাবিক মুনাফা, অস্বাভাবিক মুনাফা ও ক্ষতির সম্মুখীন হতে পারে।

৪। শিল্পের পরিধি ব্যপক আকৃতির। অন্যদিকে ফার্মের পরিধি ক্ষুদ্র আকৃতির।

৫। শিল্পের ভারসাম্য বিভিন্ন ভাবে ব্যাখ্যা করা হয়। অন্যদিকে ফার্মের ভারসাম্য এককভাবে ব্যাখ্যা করা যায়।