নগ্নবীজী উদ্ভিদ ও আবৃতবীজী উদ্ভিদ এর মধ্যে পার্থক্য

নগ্নবীজী উদ্ভিদ:

যে সকল উদ্ভিদের ফুল ও বীজ হয় কিন্তু ফুলে গর্ভাশয় নেই বলে ফল উৎপন্ন হয় না বিধায় বীজ নগ্ন অবস্থায় থাকে, তাদের নগ্নবীজী বা ব্যক্তবীজী উদ্ভিদ (Gymnosperm) বলে। যেমন— ডাব, নারিকেল ইত্যাদি । নগ্নবীজী উদ্ভিদ সজীব উদ্ভিদগুলোর মধ্যে প্রাচীন। গ্রিক শব্দ Gymnos = নগ্ন ও spermos = বীজ থেকে Gymnospermae শব্দটি উদ্ভূত হয়েছে।

আবৃতবীজী উদ্ভিদ:

যে সকল উদ্ভিদের বীজ ফলের অভ্যন্তরে আবৃত অবস্থায় থাকে সে সকল উদ্ভিদকে Angiosperm বা আবৃতবীজী উদ্ভিদ বলে। আবৃতবীজী উদ্ভিদ আবার গুপ্তবীজী উদ্ভিদ নামেও পরিচিত। আম, জাম, কাঁঠাল ইত্যাদি।

নগ্নবীজী উদ্ভিদ ও আবৃতবীজী উদ্ভিদ এর মধ্যে পার্থক্য:

যে সকল উদ্ভিদের ফুল ও বীজ হয় কিন্তু ফুলে গর্ভাশয় নেই বলে ফল উৎপন্ন হয় না বিধায় বীজ নগ্ন অবস্থায় থাকে। নগ্নবীজী উদ্ভিদ ও আবৃতবীজী উদ্ভিদ এর মধ্যে পার্থক্য-

১। নগ্নবীজী উদ্ভিদের গর্ভাশয় থাকে না । অন্যদিকে আবৃতবীজী উদ্ভিদের গর্ভাশয় থাকে।

২। নগ্নবীজী উদ্ভিদের গর্ভাশয় না থাকাই এদের ফল উৎপন্ন হয় না। অন্যদিকে আবৃতবীজী উদ্ভিদের গর্ভাশয় ফলে পরিণত হয় ।

৩। নগ্নবীজী উদ্ভিদের ফল হয় না তাই বীজ নগ্ন অবস্থাই থাকে। অন্যদিকে আবৃতবীজী উদ্ভিদের ফল হয় তাই বীজ ফলের ভেতরে থাকে ।

৪। নগ্নবীজী উদ্ভিদের আর্কিগোনিয়া সৃষ্টি হয় । অন্যদিকে আবৃতবীজী উদ্ভিদের আর্কিগোনিয়া সৃষ্টি হয় না।

৫। নগ্নবীজী উদ্ভিদের পরাগরেনু সরাসরি ডিম্বক রন্দ্রে পতিত হয় । অন্যদিকে আবৃতবীজী উদ্ভিদের পরাগরেনু গর্ভমুন্ডে পতিত হয়।

৬। নগ্নবীজী উদ্ভিদের সাধারণত দ্বি-নিষেক হয় না। অন্যদিকে আবৃতবীজী উদ্ভিদের দ্বি-নিষেক হয়।

৭। নগ্নবীজী উদ্ভিদের এন্ডোস্পার্ম হ্যাপ্লয়েড। অন্যদিকে আবৃতবীজী উদ্ভিদের এন্ডোস্পার্ম ট্রিপ্লয়েড।

৮। নগ্নবীজী উদ্ভিদের জাইলেমে সুগঠিত ভেসেল কোষ এবং ফ্লোয়েমে সঙ্গী কোষ নেই । অন্যদিকে আবৃতবীজী উদ্ভিদের জাইলেমে সুগঠিত ভেসেল কোষ এবং ফ্লোয়েমে সঙ্গী কোষ থাকে ।


বিজ্ঞান সংক্রান্ত আরো পার্থক্য পড়ুনঃ Science

আরোও পার্থক্য পড়ুনঃ  সংকীর্ণ মুদ্রা ও বিস্তৃত মুদ্রার মধ্যে পার্থক্যমোট, গড় ও প্রান্তিক ব্যয়ের মধ্যে পার্থক্যস্বল্পকালীন ও দীর্ঘকালীন উৎপাদন ব্যয়ের মধ্যে পার্থক্যদামের স্থিতিস্থাপকতা এবং চাহিদার আয়ের স্থিতিস্থাপকতার মধ্যে পার্থক্য