আইসোটোপ ও আইসোবারের মধ্যে পার্থক্য

আইসোটোপ (Isotope):

যেসব মৌলের পরমাণুর পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা একই, কিন্তু ভরসংখ্যা ভিন্ন তাদেরকে পরস্পরের আইসোটোপ বলা হয়।আইসোটোপ দের প্রোটন সংখ্যা এক হওয়ার কারণে এদের পরমাণু ক্রমাঙ্ক এবং ইলেকট্রন বিন্যাস ও কম হয় ।এর জন্য আইসোটোপ এর একই ভৌত ও রাসায়ানিক ধর্ম দেখায় । অর্থাৎ এরা একই মৌলের ভিন্ন পরমাণু । চিকিৎসাক্ষেত্রে পরমাণু চিকিৎসায় তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহৃত হয়। শরীরের কোনো স্থান বা অঙ্গে ক্ষতিকর টিউমারের উপস্থিতি, ক্যান্সারের চিকিৎসা, থাইরয়েড গ্রন্থির অস্বাভাবিক বৃদ্ধিজনিত রোগের চিকিৎসা এবং ব্রেন, লিভার, প্লীহা, হাড়ের ইমেজিং বা স্ক্যানিং-এর তেজস্ক্রিয় আইসোটোপ ব্যভহৃত হয়। এছাড়া কৃষিক্ষেত্রে, খাদ্য সংরক্ষণে, কীটপতঙ্গ দমনে এবং শিল্পক্ষেত্রে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহৃত হয়। যেমন:

হাইড্রোজেনের আইসোটোপ H (ভর=1, 2, 3).

কার্বনের C(12,13,14)

অক্সিজেনের O(16,17,18)

আইসোবার (Isobar):

যে সব মৌলের পরমাণু গুলির পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক বিভিন্ন কিন্তু ভরসংখ্যা একই সেই সব মৌলের পরমাণুগুলিকে আইসোবার বলে। আইসোবার= ভর সমান, প্রোটন ভিন্ন; পৃথক মৌল। যেমনঃ

Cu (কপার) এর পারমাণবিক সংখ্যা 29, এবং
Zn (জিংক) এর পারমাণবিক সংখ্যা 30

তবে উভয় মৌলের ভরসংখ্যা 65। ফলে এরা পরষ্পরের আইসোবার।

একইভাবে, K(পটাসিয়াম), Ca(ক্যালসিয়াম) একে অপরের আইসোবার।

আইসোটোপ ও আইসোবারের মধ্যে পার্থক্যঃ

আইসোটোপ দের প্রোটন সংখ্যা এক হওয়ার কারণে এদের পরমাণু ক্রমাঙ্ক এবং ইলেকট্রন বিন্যাস ও কম হয়। আইসোটোপ ও আইসোবারের মধ্যে পার্থক্য নিম্নরূপ-

১। যেসব মৌলের পরমাণুর পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা একই, কিন্তু ভরসংখ্যা ভিন্ন তাদেরকে পরস্পরের আইসোটোপ বলা হয়। অন্যদিকে, যে সব মৌলের পরমাণু গুলির পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক বিভিন্ন কিন্তু ভরসংখ্যা একই সেই সব মৌলের পরমাণুগুলিকে আইসোবার বলে।

২। আইসোটোপ হল একই পরমাণুর বিভিন্ন রূপ, যাতে ভর সংখ্যা ভিন্ন। অন্যদিকে, আইসোবার হল একই ভরসংখ্যা বিশিষ্ট ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু।

৩। আইসোটোপসমূহের মধ্যে মৌলিক বৈশিষ্ট্যে অনেক মিল থাকবে। অন্যদিকে, আইসোবারসমূহের মধ্যে কোন মিল নাও থাকতে পারে।

৪। আইসোটোপ বলতে সেই সকল পরমাণুগুলো কে বুঝায় যাদের প্রোটন সংখ্যা একই কিন্তু ভরসংখ্যা আলাদা। অন্যদিকে, আইসোবার বলতে সেই সকল পরমাণুগুলো কে বুঝায় যাদের ভর সংখ্যা একই।

৫। আইসোটোপের উদাহরণ- হাইড্রোজেনের আইসোটোপ H (ভর=1, 2, 3). কার্বনের C(12,13,14) অক্সিজেনের O(16,17,18)। অন্যদিকে, আইসোবারের উদাহরণ- Cu এর পারমানবিক সংখ্যা 29 ও Zn এর পারমানবিক সংখ্যা 30 কিন্তু উভয়ের ভরসংখ্যা 65। কাজেই Cu ও Zn পরস্পরের আইসোবার।