Site icon Parthokko.com.bd | পার্থক্য | Difference Between

মুমিন ও মুত্তাকির মধ্যে পার্থক্য

মুমিন ও মুত্তাকির মধ্যে মূল পার্থক্য হলো ঈশ্বরভীতি ও পাপাচার থেকে বিরত থাকা। একজন মুত্তাকি কেবল ঈমানদারই নয়, বরং আল্লাহর প্রতি তীব্র ভয় ও ভক্তিপূর্ণ, এবং পাপাচার থেকে সম্পূর্ণ বিরত থাকে। মুমিন ও মুত্তাকির মধ্যে পার্থক্য নিচে আলোচনা করা হয়েছে –

মুমিন বলা হয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসুল (সা.) যে দ্বিন নিয়ে এসেছেন তা পূর্ণাঙ্গ বিশ্বাস ও কবুলকারীকে। আর মুত্তাকি বলা হয় যে ব্যক্তি সকল কাজে আল্লাহকে ভয় করে। তবে খাঁটি মুমিন হওয়ার জন্য মুত্তাকি হওয়া শর্ত, তদ্রূপ মুত্তাকি হওয়ার জন্যও মুমিন হওয়া শর্ত। মুমিন হলো সেই ব্যক্তি যে শুধু ঈমান এনেছে। এর মধ্যে আবার দুটি ভাগ আছে। এক প্রকার হলো—যে ব্যক্তি শুধু মৌখিকভাবে ঈমান স্বীকার করেছে। আর দ্বিতীয় প্রকারের মুমিন হচ্ছে—ঈমানের সব দাবি সে মেনে নিচ্ছে, সব নিয়ম-রীতি পালন করছে।

এই প্রকারটা হলো ওপরের লেভেলের। এর মর্যাদা অনেক বেশি। আর মুত্তাকি হলো—ঈমান আনার পাশাপাশি সত্যিকার অর্থে সব প্রকার নিয়ম-নীতি মেনে চলছে। মানে ইসলাম এবং এবং আমলের সব দিকে পাস করে সত্যিকার অর্থে ইবাদত করছেন তিনি হলেন মুত্তাকি।

Exit mobile version