নিউক্লিয়ার ফিশন ও ফিউশন বিক্রিয়ার মধ্যে পার্থক্য

নিউক্লিয়ার ফিশন (Neuclear Fission):

যে বিশেষ ধরনের নিউক্লিয় বিক্রিয়া একটি ভারী নিউক্লিয়াস প্রায় সমান ভরের দুটি নিউক্লিয়াসে বিভক্ত হয় তাকে নিউক্লিয় ফিশন বলে। নিউক্লীয় বিভাজন বা নিউক্লিয় ফিশন (neuclear fission) একটি পারমাণবিক বিক্রিয়া যেখানে পারমাণবিক নিউক্লিয়াসের ভাঙন ঘটে এবং তা ক্ষুদ্রাতিক্ষুদ্র অংশে বিভক্ত হয়। সাধারণভাবে যে সকল পরমাণুর পারমাণবিক সংখ্যা ৯২ বা তার বেশি তারা ফিশন বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এক্ষেত্রে নিউক্লিয়াস নিউট্রন এবং অপেক্ষাকৃত কম ভরবিশিষ্ট নিউক্লিয়াসে পরিণত হয়। এই নিউক্লিয়ার বিক্রিয়ার ফলে গামা রশ্মির আকারে ফোটন নির্গত হয়। ভারী পদার্থের ক্ষেত্রে নিউক্লিয় ফিশন একটি তাপ উৎপাদী বিক্রিয়া যা বিপুল পরিমাণ শক্তি নির্গত করে।

এই শক্তি তড়িৎ-চুম্বকীয় বিকিরণ বা গতিশক্তিরূপে নির্গত হতে পারে।(প্রায় ২০০ MeV) শক্তি উৎপাদনের জন্য বিভাজন বিক্রিয়ায় উৎপন্ন পদার্থের মোট বন্ধন শক্তি অবশ্যই প্রাথমিক পদার্থের বন্ধন শক্তির তুলনায় বেশি হতে হবে। উৎপন্ন পদার্থ এক্ষেত্রে প্রাথমিক পদার্থের তুলনায় সম্পূর্ণ ভিন্ন। নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান এবং নিউক্লিয় রসায়নে বিভাজন বিক্রিয়া সম্পর্কে আলোচনা করা হয়।

নিউক্লিয়ার ফিউশন (Neuclear Fusion):

যে নিউক্লিয়ার বিক্রিয়ায় ছোট ছোট নিউক্লিয়াসসমূহ একত্র হয়ে বড় নিউক্লিয়াস গঠন করে তাকে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া বলে। নিউক্লীয় ফিউশন একধরনের কেন্দ্রীণ বিক্রিয়া যাতে দুটি হাল্কা পারমাণবিক নিউক্লিয়াস একত্রিত হয়ে একটি ভারী নিউক্লিয়াস বিপুল পরিমাণ শক্তি তৈরি করে। নিউক্লীয় ফিশন বিক্রিয়াসমূহে একটা বড় অষ্টিকাকে ভাঙার জন্য একটি নিউট্রন (নিষ্ক্রিয় + কণা) ব্যবহার করা হয়, কিন্তু অষ্টিকীয় সংলয়ন ক্রিয়ায় বিক্রিয়াকারী অষ্টিকাদ্বয়ের মধ্যে সংঘর্ষ ঘটাতে হয়।

উভয়েই ধনাত্মক আধান যুক্ত হওয়ায় নিউক্লিয়াসদ্বয়ের মধ্যে শক্তিশালী বিকর্ষণ বল ক্রিয়াশীল থাকে, যা অতিক্রম করা যায় কেবলযদি অষ্টিকাদ্বয়ের গতিশক্তি হয় অনেক বেশি। এই উঁচু গতিশক্তি অর্জন করতে প্রয়োজন হয় উচ্চতাপমাত্রার যা ১(এক) কোটি কেলভিন-এর কাছাকাছি। যেহেতু নিউক্লীয় আধান অর্থাৎ,পারমাণবিক সংখ্যা বাড়ার সাথে সাথে প্রয়োজনীয় গতিশক্তির মানও বাড়তে থাকে, কাজেই নিচু পারমাণবিক-সংখ্যার নিউক্লিয়াস নিয়ে বিক্রিয়া করাটা সবচেয়ে সোজা। অবশ্য এহেন উঁচু তাপমাত্রায় সংলয়ন বিক্রিয়াগুলি স্বয়ংসম্পূর্ণ(Self-sustaining) হয়।

নিউক্লিয়ার ফিশন ও ফিউশন বিক্রিয়ার মধ্যে পার্থক্যঃ

ছোট ছোট নিউক্লিয়াসসমূহ একত্র হয়ে বড় নিউক্লিয়াস গঠন করে তাকে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া বলে। নিউক্লিয়ার ফিশন ও ফিউশন বিক্রিয়ার মধ্যে পার্থক্য নিম্নরূপ-

১। যে বিশেষ ধরনের নিউক্লিয় বিক্রিয়া একটি ভারী নিউক্লিয়াস প্রায় সমান ভরের দুটি নিউক্লিয়াসে বিভক্ত হয় তাকে নিউক্লিয় ফিশন বলে। অন্যদিকে, যে নিউক্লিয়ার বিক্রিয়ায় ছোট ছোট নিউক্লিয়াসসমূহ একত্র হয়ে বড় নিউক্লিয়াস গঠন করে তাকে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া বলে।

২। নিউক্লিয়ার ফিশন একটি বড় নিউক্লিয়াস হালকা নিউক্লিয়াসে বিভাজিত হয়। অন্যদিকে, নিউক্লিয়ার ফিউশন হালকা নিউক্লিয়াসসমূহ একত্রিত হয়ে ভারী নিউক্লিয়াস তৈরি করে।

৩। নিউক্লিয়ার ফিশনে কোনাে উচ্চ তাপমাত্রার প্রয়ােজন হয় না। অন্যদিকে, নিউক্লিয়ার ফিউশনে সর্বোচ্চ উচ্চ তাপমাত্রার প্রয়ােজন হয় ।

৪। নিউক্লিয়ার ফিশনে শিকল বিক্রিয়া ঘটে। অন্যদিকে, নিউক্লিয়ার ফিউশনে শিকল বিক্রিয়া ঘটে না।

৫। নিউক্লিয়ার ফিশন বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করা যায় এবং উৎপাদিত শক্তিকে শান্তিপূর্ণ কাজে ব্যবহার করা যায়। অন্যদিকে, নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করা যায় না এবং উৎপাদিত শক্তিকে শান্তিপূর্ণ কাজে ব্যবহার করা যায় না।

৬। নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ার উৎপাদ প্রকৃতিতে তেজস্ক্রিয় হয়। অন্যদিকে, নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ার উৎপাদ প্রকৃতিতে তেজস্ক্রিয় হয় না।

৭। নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া শেষে নিউক্লিয় বর্জ্য পরিত্যক্ত হয়। অন্যদিকে, নিউক্লিয়ার ফিউশনে বিক্রিয়া শেষে কোনাে নিউক্লিয় বর্জ্য পরিত্যক্ত হয় না।

৮। নিউক্লিয়ার ফিশন বিক্রিয়াটি পারমাণবিক চুল্লিতে ঘটে। অন্যদিকে, নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়াটি সূর্যে ঘটে থাকে।