রম্বস:
যে সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু সমান, তাকে রম্বস বলে। প্রকৃতপক্ষে, রম্বস এমন একটি সামান্তরিক যার বাহুগুলো পরস্পর সমান।যার একটি কোণও সমকোণ নয়। রম্বস কে অনেক সময় ডায়মন্ড বলা হয় কারণ এটি দেখতে অনেকটা ডায়মন্ডের মত। চারটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান হওয়ার কারণে এটি কে সমবাহু চতুর্ভুজও বলা হয়। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। রম্বসের বিপরীত কোণগুলো পরস্পর সমান। কর্নদ্বয় কোণগুলোকে সমদ্বিখন্ডিত করে।
সামন্তরিক:
যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল কিন্তু কোনগুলো সমকোণ নয় তাকে সামান্তরিক বলে। সামন্তরিক সমতল জ্যামিতিতে এক অনস্বীকার্য ধারণা।এটি সেই চতুর্ভুজকে নির্দেশ করে যার বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান ও সমান্তরাল।সে হিসেবে বলা যায় যে,আয়তক্ষেত্র,বর্গ,রম্বস -প্রত্যেকে এক একটি সামন্তরিক;কেননা এদের প্রত্যেকটির নিজস্ব বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান ও সমান্তরাল হয়।সদিক রাশির লব্ধি নির্ণয়ে সামন্তরিকের ব্যবহার বহুল প্রচলিত।
রম্বস ও সামান্তরিকের মধ্যে পার্থক্যঃ
এটি সেই চতুর্ভুজকে নির্দেশ করে যার বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান ও সমান্তরাল। নিম্নে রম্বস ও সামান্তরিকের মধ্যে পার্থক্য দেখানো হলো-
১। যে সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু সমান, তাকে রম্বস বলে। অন্যদিকে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল কিন্তু কোনগুলো সমকোণ নয় তাকে সামান্তরিক বলে।
২। রম্বসের বিপরীত কোণ গুলো পরস্পর সমান। অন্যদিকে সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান।
৩। রম্বসের সকল বাহু সমান হয়। অন্যদিকে সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান্তরাল।
৪। রম্বসের কর্ণদ্বয় অসমান অর্থাৎ সমান নয়। অন্যদিকে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখন্ডিত করে।
৫। রম্বসের একটি কোনও সমকোণ নয়। অন্যদিকে সামান্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর সমান।
৬। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখন্ডিত করে। অন্যদিকে সামান্তরিকের কর্ণদ্বয় অসমান অর্থাৎ সমান নয়।
পার্থক্য
ম্যাথমেটিক্স সংক্রান্ত আরো পার্থক্য পড়ুনঃ Mathematics
টিসিপি এবং ইউডিপির মধ্যে পার্থক্য
সংঘ ও সম্প্রদায়ের মধ্যে পার্থক্য
এলইডি (LED) এবং এলসিডি (LCD) এর মধ্যে পার্থক্য