Site icon Parthokko.com.bd | পার্থক্য | Difference Between

সম্পৃক্ত বাষ্প ও অসম্পৃক্ত বাষ্পের মধ্যে পার্থক্য

সম্পৃক্ত বাষ্প ও অসম্পৃক্ত বাষ্পের

সম্পৃক্ত বাষ্প:

নির্দিষ্ট তাপমাত্রায় কোনো আবদ্ধ স্থানের বায়ুতে সর্বোচ্চ যে পরিমাণ জলীয় বাষ্প থাকতে পারে, সে পরিমাণ জলীয় বাষ্প উপস্থিত থাকলে সম্পৃক্ত বাষ্প বলে। উষ্ণতা বাড়লে জলীয় বাষ্প গ্রহণ করার ক্ষমতা বাড়ে উষ্ণতা কমলে জলীয় বাষ্প গ্রহণ করার ক্ষমতাও কমে। অর্থাৎ, নির্দিষ্ট উষ্ণতায় বায়ু নির্দিষ্ট পরিমান জলীয় বাষ্প গ্রহণ করতে পারে।

অসম্পৃক্ত বাষ্প:

কোন নির্দিষ্ট তাপমাত্রায় কোন আবদ্ধ স্থানে সর্বাধিক যে পরিমাণ বাষ্প থাকতে পারে, তা অপেক্ষা কম বাষ্প থাকলে ঐ বাষ্পচাপকে অসম্পৃক্ত বাষ্প বলে।

সম্পৃক্ত বাষ্প ও অসম্পৃক্ত বাষ্পের মধ্যে পার্থক্য:

১। সম্পৃক্ত বাষ্প বয়েলের সূত্র মেনে চলে না। অন্যদিকে অসম্পৃক্ত বাষ্প বয়েলের সূত্র মেনে চলে।

২। সম্পৃক্ত বাষ্প চার্লস এর সূত্র মেনে চলে না। অন্যদিকে অসম্পৃক্ত বাষ্প চার্লস এর সূত্র মেনে চলে।

৩। তাপমাত্রা বৃদ্ধি করে একটি নির্দিষ্ট পরিমাণ সম্পৃক্ত বাষ্পকে অসম্পৃক্ত করা হয়। অন্যদিকে তাপমাত্রা কমিয়ে একটি নির্দিষ্ট পরিমাণ অসম্পৃক্ত বাষ্পকে সম্পৃক্ত বাষ্পে পরিণত করা হয়।

Exit mobile version