স্কাওয়ারিং ও সাওয়ারিং এর মধ্যে পার্থক্য

স্কাওয়ারিং (Scorching)

যে সিক্ত প্রক্রিয়ায় অ্যালকালি সহযোগে টেক্সটাইল দ্রব্য হতে তেল, চর্বি, মোম ও অন্যান্য অপদ্রব্য দূড় করা হয়, তাকে স্কাওয়ারিং বলে। অর্থাৎ স্কাওয়ারিং হলো এমন একটি প্রক্রিয়া যেখানে ফ্যাব্রিক হতে বিভিন্ন প্রাকৃতিক এবং কৃত্তিম অপদ্রব্যসমূহ যেমন- মোম, তেল, আঠা, চর্বি ইত্যাদি উপাদান অপসারণ করা হয়।

স্কাওয়ারিং প্রক্রিয়ার মাধ্যমে ফেব্রিকের শোষণ ক্ষমতা বৃদ্ধি পায় যা ডাইং এর ক্ষেত্রে চমৎকার ভূমিকা পালন করে। স্কাওয়ারিং এর মূল কেমিক্যাল হল সোডিয়াম হাইড্রোক্সাইড।

সাওয়ারিং (Souring):

সাওয়ারিং করার মূল উদ্দেশ্য হচ্ছে কাপড় বা সুতা থেকে অ্যালকালি দূর করা। সাওয়ারিং-এ পাতলা হাইড্রোক্লোরিক অ্যাসিড বা পাতলা সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়। অর্থাৎ সাওয়ারিং করার মূল উদ্দেশ্য হচ্ছে কাপড় বা সুতা থেকে অ্যালকালি দূর করা। স্কাওয়ারিং প্রসেস করার মূল কেমিক্যাল হচ্ছে অ্যালকালি, যদি এই অ্যালকালি ভালোভাবে কাপড় বা সুতা থেকে দূর করা না হয় তাহলে পরবর্তী প্রক্রিয়া গুলোতে অসুবিধা সৃষ্টি হবে।

সুতরাং, সাওয়ারিং প্রসেসের মাধ্যমে কাপড় বা সুতাতে অ্যালকালি থাকলে তা দূর করা হয়। অ্যালকালি দূর করার জন্য পাতলা হাইড্রোক্লোরিক এসিড ব্যবহার করা হয়।

স্কাওয়ারিং ও সাওয়ারিং এর মধ্যে পার্থক্যঃ

স্কাওয়ারিং ও সাওয়ারিং উভয়ই কাপড় বা সুতার সাথে জড়িত। তবুও এদের মধ্যে পার্থক্য বিদ্যমান। নিচে স্কাওয়ারিং ও সাওয়ারিং এর মধ্যে পার্থক্য নিম্নরূপ-

১। যে সিক্ত প্রক্রিয়ায় অ্যালকালি সহযোগে টেক্সটাইল দ্রব্য হতে তেল, চর্বি, মোম ও অন্যান্য অপদ্রব্য দূড় করা হয়, তাকে স্কাওয়ারিং বলে। অন্যদিকে, যে পদ্ধতিতে পাতলা হাইড্রোক্লোরিক এসিড বা পাতলা সালফিউরিক এসিড দ্বারা অ্যালকালি দ্বারা প্রসেস করে ফেব্রিক হতে যে অ্যালকালি দূর করা হয় তাকে সাওয়ারিং বলে

২। টেক্সটাইল দ্রব্য থেকে তেল, চর্বি, মোম ইত্যাদি অপদ্রব্য দূর করা হয় স্কাওয়ারিং পদ্ধতির মাধ্যমে। অন্যদিকে, সাওয়ারিং এর মূল উদ্দেশ্যই হলো স্কাওয়ারিং প্রসেস সম্পন্ন করার পর যে অ্যালকালি থাকে তা দূর করা‌।

৩। স্কাওয়ারিং প্রক্রিয়াতে অ্যালকালি বা সাবান দ্বারা কাপড় কে ট্রিটমেন্ট করা হয়। অন্যদিকে, সাওয়ারিং পাতলা হাইড্রোক্লোরিক এসিড দ্বারা করা হয়।

৪। তাপ এর সাহায্যে পানি ফুটিয়ে কাপড় স্কাওয়ারিং করা হয়। অন্যদিকে, সাওয়ারিং এর জন্য কোন নির্দিষ্ট তাপমাত্রার প্রয়োজন হয় না, কক্ষ তাপমাত্রায়ই করা হয়।

৫। স্কাওয়ারিং করার জন্য নির্দিষ্ট তাপমাত্রা এবং নির্দিষ্ট সময়ের প্রয়োজন। অন্যদিকে, সাওয়ারিং করার জন্য নির্দিষ্ট কোন সময়ের প্রয়োজন হয় না।

৬। pH এর মান ঠিক রেখে স্কাওয়ারিং করা হয়। অন্যদিকে, pH এর মান নির্দিষ্ট নেই, তাই নির্দিষ্ট পিএইচ এর মান এর প্রয়োজন নেই।