সিরিজ সার্কিট এবং প্যারালাল সার্কিটের পার্থক্য

সিরিজ সার্কিটঃ

যখন একাধিক রেজিস্টর বা লোডকে পরপর এমনভাবে সংযোগ করা হয় যাতে উৎসের সঙ্গে সংযোগ করলে প্রতিটির ভিতর দিয়ে একই কারেন্ট প্রবাহিত হয় অর্থাৎ প্রতিটি রেজিস্টর বা লোডের ভিতর দিয়ে একই কারেন্ট প্রবাহিত হয়, এরূপ সার্কিটকে সিরিজ সার্কিট বলে।

সিরিজ সার্কিটের সুবিধাঃ
১। সিরিজ সার্কিটের সমস্ত লোড একটিমাত্র সুইচ দ্বারা নিয়ন্ত্রণ করা যায়।
২। সিরিজ সার্কিটের সাহায্যে কিছু কিছু বৈদ্যুতিক লোডকে উচ্চ ভোল্টেজের হাত থেকে রক্ষা পাওয়া যায় ।

সিরিজ সার্কিটের অসুবিধাঃ
১। সিরিজ সার্কিটের একটি বাতি ফিউজ হলে বা একটি লোড নষ্ট হলে সমস্ত বাতি বা লোড অকেজো হয়ে পড়ে।
২। সিরিজ সার্কিটে সরবরাহ ভোল্টেজ সমস্ত লোডে ভাগ হয়ে যাওায় প্রতিটি লোডে সামান্য ভোল্টেজ পায়, ফলে লোড গুলো কাজ করতে পারে না।
৩। প্রতিটি লোডকে আলাদাভাবে নিয়ন্ত্রন করা যায় না।

প্যারালাল সার্কিটঃ

যখন একাধিক রেজিস্টর বা লোডকে এমনভাবে সংযোগ করা হয় যাতে প্রতিটি একপ্রন্ত একটি সাধারণ বিন্দুতে এবং অন্য প্রান্তগুলো আরেকটি সাধারণ বিন্দুতে সংযোগ থাকে, যাতে প্রতিটি রেজিস্টর বা লোড একই সরবরাহ ভোল্টেজ পায় তখন সেই সার্কিটকে প্যারালাল সার্কিট বলে।

প্যারালাল সার্কিটের সুবিধাঃ
১। প্রতিটি বাতি বা লোডকে পৃথক পৃথক সুইচ দ্বারা নিয়ন্ত্রণ করা যায়।
২। সার্কিটের যেকোনো বাতি বা লোড নষ্ট হয়ে গেলে অন্যগুলোর কোনো অসুবিধা হয় না।
৩। প্রতিটি লোড সরবরাহের সমান ভোল্টেজ পাওয়ায় সবগুলো লোড ঠিকমত কাজ করে।

প্যারালাল সার্কিটের অসুবিধাঃ
১। প্যারালাল সার্কিটের কোনো অসুবিধা নেই বললেই চলে। তবে প্রতিটি লোডকে পৃথক পৃথকভাবে নিয়ন্ত্রণের জন্য সুইচের সংখ্যা বেশি লাগে।

সিরিজ সার্কিট এবং প্যারালাল সার্কিটের পার্থক্যঃ

সিরিজ সার্কিটের সাহায্যে কিছু কিছু বৈদ্যুতিক লোডকে উচ্চ ভোল্টেজের হাত থেকে রক্ষা পাওয়া যায় । সিরিজ সার্কিট এবং প্যারালাল সার্কিটের পার্থক্য নিম্নরূপ-

১। সিরিজ সার্কিটে প্রতিটি লোডের ভিতর দিয়ে একই কারেন্ট প্রবাহিত হয়। অন্যদিকে প্যারালাল সার্কিটে প্রতিটি লোডের ভোল্টেজ সমান থাকে।

২। সিরিজ সার্কিটে প্রতিটি লোডে সরবরাহ ভোল্টেজ ভাগ হয়ে যায়। অন্যদিকে প্যারালাল সার্কিটে কারেন্ট প্রতিটি লোডে ভাগ হয়ে যায়।

৩। সিরিজ সার্কিটে সমতুল্য রেজিস্ট্যান্স নির্ণয়ের সূত্র, Req= R1+R2+R3 +…… । অন্যদিকে প্যারালাল সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স নির্ণয়ের সূত্র, 1/Req= 1/R1+ 1/R2+ 1/R3+…..

৪। সিরিজ সার্কিটের সমতুল্য লোডগুলো পূর্ণ ক্ষমতায় কাজ করে না। অন্যদিকে প্যারালাল সার্কিটের লোডগুলো পুর্ণ ক্ষমতায় কাজ করে।

৫। সিরিজ সার্কিটের একটি লোড অকেজো হলে অন্য সমস্ত লোড অকেজো থাকে। অন্যদিকে প্যারালাল সার্কিটে একটি লোড অকেজো হলে অন্যগুলোর উপর এর কোনো প্রভাব পড়ে না।

৬। সিরিজ সার্কিটে সংযুক্ত বাতির আয়ু বেশি হয়। অন্যদিকে প্যারালাল সার্কিটে বাতিসমূহের আয়ু তুলনামূলক কম।

৭। সিরিজ সার্কিট তুলুনামূলক কম প্রয়োগ হয়। অন্যদিকে প্যারালাল সার্কিটের প্রয়োগ সর্বাধিক


ইলেকট্রিক্যাল সংক্রান্ত আরো পার্থক্য পড়ুনঃ Electronics

আরোও পার্থক্য পড়ুনঃ যোগান রেখা ও সূচির মধ্যে পার্থক্যস্বাধীন চলক ও অধীন চলকের মধ্যে পার্থক্যএকমাত্রিক ও দ্বিঘাত অপেক্ষকের মধ্যে পার্থক্যমুদ্রাস্ফীতি এবং অপসারণের মধ্যে পার্থক্যসংকীর্ণ মুদ্রা ও বিস্তৃত মুদ্রার মধ্যে পার্থক্যমোট, গড় ও প্রান্তিক ব্যয়ের মধ্যে পার্থক্যস্বল্পকালীন ও দীর্ঘকালীন উৎপাদন ব্যয়ের মধ্যে পার্থক্যদামের স্থিতিস্থাপকতা এবং চাহিদার আয়ের স্থিতিস্থাপকতার মধ্যে পার্থক্যইসলামি অর্থনীতি ও প্রচলিত অর্থনীতির মধ্যে পার্থক্য