সেক্স এবং জেন্ডারের মধ্যে পার্থক্য

সেক্স (Sex):

যৌনতা/সেক্স হলো জীবের বংশ বিস্তারের প্রথমিক মাধ্যম। যে মাধ্যমকে কাজে লাগিয়ে জীব তার বংশ বৃদ্ধি করে সেটাই সেক্স। সেক্স বলতে বুঝায় নারী, পুরুষ ও উভয়লিঙ্গ মানুষদের শারীরিক পার্থক্য। মানুষ জন্মের সময় থেকে শারীরবৃত্তীয় বৈশিষ্ট্য, ক্রোমোজম, যৌনাঙ্গ ইত্যাদির ভিত্তিতে নারী, পুরুষ ও উভয়লিঙ্গ ক্যাটাগরিতে বিভক্ত থাকে। জন্ম থেকে নির্ধারিত সেক্সকে বলা হয় Natal Sex। সেক্সকে জৈব নিঙ্গ হিসাবে অভিহিত করা হয়। সেক্স হচ্ছে শারীরিক ও প্রাকৃতিক বৈশিষ্ট্য। একজন মানুষের সেক্স অপরিবর্তনীয়।

জেন্ডার (Gender):

সামাজিক, সাংস্কৃতিক ও মনস্তাত্ত্বিক দিক থেকে একটি সমাজের নারী-পুরুষের প্রত্যাশিত ভূমিকা ও আচরণকে জেন্ডার বলে। জেন্ডার হচ্ছে নারী ও পুরুষের সামাজিক পরিচয়। মানুষের সেক্স একটি হলেও জেন্ডার ভিন্ন হতে পারে। যেমন- ট্রান্সজেন্ডার, নন-বাইনারি, জেন্ডার নিউট্রাল। সামাজিকভাবে একজন নারী বা পুরুষের আচরন, মানসিক গঠন, পোশাক-পরিচ্ছদ, বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে জেন্ডার ভিন্ন ভিন্ন হতে পারে। যেমনঃ পুরুষালি ও মেয়েলি আচরন। জেন্ডার সমাজ বা সময়ের সাথে সাথে পরিবর্তন হতে পারে।

সেক্স এবং জেন্ডারের মধ্যে পার্থক্যঃ

মানুষ জন্মের সময় থেকে শারীরবৃত্তীয় বৈশিষ্ট্য, ক্রোমোজম, যৌনাঙ্গ ইত্যাদির ভিত্তিতে নারী, পুরুষ ও উভয়লিঙ্গ ক্যাটাগরিতে বিভক্ত থাকে। সেক্স এবং জেন্ডারের মধ্যে পার্থক্য নিম্নরূপ-

১। যৌনতা হলো জীবের বংশ বিস্তারের প্রথমিক মাধ্যম। যে মাধ্যমকে কাজে লাগিয়ে জীব তার বংশ বৃদ্ধি করে সেটাই সেক্স। অন্যদিকে, সামাজিক, সাংস্কৃতিক ও মনস্তাত্ত্বিক দিক থেকে একটি সমাজের নারী-পুরুষের প্রত্যাশিত ভূমিকা ও আচরণকে জেন্ডার বলে।

২। সেক্স হলো প্রাকৃতিক। অন্যদিকে, জেন্ডার হলো সামাজিক-সাংস্কৃতিক এবং এটি মানবসৃষ্ট।

৩। সেক্স হলো জৈবিক। এর মাধ্যমে জননাঙ্গের দৃশ্যমান পার্থক্য এবং সন্তান জন্মদানের ক্ষেত্রে অন্যান্য কার্যকলাপের পার্থক্যসমূহ নির্দেশ করা হয়। অন্যদিকে, জেন্ডার হলো সামাজিক-সাংস্কৃতিক এবং এটি নির্দেশ করে পুরুষালি ও মেয়েলি চরিত্র, আচরণিক ধরন, ভূমিকা, দায়িত্ব ইত্যাদি।

৪। সেক্স ধ্রুব, এটি সর্বত্র অপরিবর্তনীয়। অন্যদিকে, জেন্ডার পরিবর্তনশীল, এটি একসময় থেকে অন্য সময়ে, এক সংস্কৃতি থেকে অন্য সংস্কৃতিতে, এমনকি এক পরিবার থেকে অন্য পরিবারেও পরিবর্তনশীল।

৫। সেক্স ঐচ্ছিকভাবে পরিবর্তন করা সম্ভব নয়। অন্যদিকে, জেন্ডারকে ঐচ্ছিকভাবে পরিবর্তন করা সম্ভব।

৬। সেক্স জৈবিক লিঙ্গ নারী ও পুরুষের জৈবিক বিশেষত্ব। অন্যদিকে, জেন্ডার জেন্ডার সংস্কৃতিক ও সামাজিকভাবে নির্ধারিত