মসৃণ ও অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এর মধ্যে পার্থক্য

মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামঃ

এন্ডোপ্লাজমীয় জালিকার পর্দায় রাইবোজম দানা না থাকলে তাকে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম (Smooth endoplasmic reticulum বা সংক্ষেপে SER) বলে যা লিপিড (lipid) সংশ্লেষে সক্ষম। রাইবোজম দানা না থাকলে তাকে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম (Smooth endoplasmic reticulum বা সংক্ষেপে SER) বলে যা লিপিড (lipid) সংশ্লেষে সক্ষম।

প্রাণিকোষে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম লিপিড সদৃশ স্টেরয়েড হরমোনগুলি সংশ্লেষ করে l এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মাইটোকন্ড্রিয়া,কোষগহ্বর এগুলো সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামঃ

এন্ডোপ্লাজমীয় জালিকার পর্দায় যখন রাইবোজম দানা লেগে থাকে তখন তাকে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম (Rough endoplasmic reticulum বা সংক্ষেপে RER) বলে যা প্রোটিন সংশ্লেষে সক্ষম। অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোষের এমন একটি অংশ, যার গায়ে রাইবোজোম লেগে থাকে।

একারণে সেখানে প্রোটিন সিন্থেসিস হয়। এছাড়াও এটি এটি লিপিড ও প্রোটিন এর অন্তঃবাহক হিসেবে কাজ করে।

মসৃণ ও অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এর মধ্যে পার্থক্যঃ

এন্ডোপ্লাজমীয় জালিকার পর্দায় যখন রাইবোজম দানা লেগে থাকে তখন তাকে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। মসৃণ ও অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এর মধ্যে পার্থক্য নিম্নরুপ-

১। মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের অবস্থান সাধারনত কোষ ঝিল্লীর নিকটে। অন্যদিকে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের অবস্থান সাধারনত নিউক্লিয়াসের কাছাকাছি।

২। মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের রাইবোসোম অনুপস্থিত থাকে। অন্যদিকে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের রাইবোসোম উপস্থিত থাকে।

৩। মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের প্রাপ্যতা সাধারনত লিপিড সংশ্লেষণকারী কোষে বেশি থাকে। অন্যদিকে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের প্রাপ্যতা প্রটিন সংশ্লেষণকারী কোষে বেশি থাকে।

৪। মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উৎপত্তি অমসৃণ অন্তঃপ্লাজমীয় জালিকার রাইবোসোম বিলুপ্তির ফলে উৎপন্ন হয়। অন্যদিকে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উৎপত্তি নিউক্লিয়ার ঝিল্লী থেকে উৎপন্ন হয়।

৫। মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উপাদান সাধারণত টিউবিউলস দিয়ে তৈরি। অন্যদিকে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উপাদান সাধারণত সিস্টার্নি দিয়ে তৈরি।

৬। মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ লিপিড, গ্লাইকোজেন, হরমোন ইত্যাদি সংশ্লেষিত করে। এছাড়াও ক্যালসিয়াম জমা রাখে। অন্যদিকে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ প্রোটিন সংশ্লেষণ করে ও প্রোটিন সূত্রককে ভাঁজ করে যথার্থ আকৃতি প্রদান করে।


Biology সংক্রান্ত আরো পার্থক্য পড়ুনঃ Biology

আরোও পার্থক্য পড়ুনঃ যোগান রেখা ও সূচির মধ্যে পার্থক্যস্বাধীন চলক ও অধীন চলকের মধ্যে পার্থক্যএকমাত্রিক ও দ্বিঘাত অপেক্ষকের মধ্যে পার্থক্য