পাতালিক ও নিঃসারী শিলার মধ্যে পার্থক্য

পাতালিক শিলা (Plutonic Rock):

ভূপৃষ্ঠের অনেক নিচে বহু বছর ধরে ধীরে ধীরে শীতল হয়ে যে সব উদবেধী আগ্নেয়শিলার সৃষ্টি হয়, তাদের পাতালিক শিলা বলে। অর্থাৎ ম্যাগমা যখন ভূ-গর্ভের অনেক নীচে দীর্ঘকাল ধরে খুব ধীরে ধীরে ঠান্ডা হয়ে কঠিন শিলায় পরিণত হয়, তখন তাকে পাতালিক শিলা বলে। যেমন- গ্রানাইট, গ্যাব্রো, পেরিডোটাইট।

নিঃসারী শিলা (Extrusive Rock ):

ভূগর্ভের উত্তপ্ত তরল ম্যাগমা ফাটলের মাধ্যমে লাভাপ্রবাহ রূপে ভূপৃষ্ঠে পৌছালে শীতল বায়ুর সংস্পর্শে এসে দ্রুত জামাট বেঁধে কঠিন শিলার আকার ধারন করে তাকে বলা হয় নিঃসারী শিলা। অর্থাৎ গলিত পদার্থ বা ম্যাগমা আগ্নেয়গিরি বা ভূ-ত্বকের ফাটল দিয়ে বেরিয়ে এসে গলন্ত লাভারূপে ভূ-পৃষ্ঠে প্রবাহিত হয় এবং বাতাস লেগে তাড়াতাড়ি ঠান্ডা ও কঠিন হয়ে যে আগ্নেয় শিলার সৃষ্টি করে তাকে নিঃসারী শিলা বলে।

পাতালিক ও নিঃসারী শিলার মধ্যে পার্থক্যঃ

পাতালিক ও নিঃসারী শিলার মধ্যে কিছু মিল থাকলেও বেশীর ভাগ ক্ষেত্রে অমিল রয়েছে । তাই নিচে পাতালিক ও নিঃসারী শিলার মধ্যে পার্থক্য দেখানো হয়েছে-

১। ভূপৃষ্ঠের অনেক নিচে বহু বছর ধরে ধীরে ধীরে শীতল হয়ে যে সব উদবেধী আগ্নেয়শিলার সৃষ্টি হয়, তাদের পাতালিক শিলা বলে। অন্যদিকে, ম্যাগমা চেম্বার থেকে উত্তপ্ত তরল ম্যাগমা আগ্নেয় গিরির মধ্য দিয়ে ভূপৃষ্ঠে পৌঁছে শীতল বায়ুর সংস্পর্শে দ্রুত জমাট বেঁধে যে শিলা গঠিত হয় তাকে নিঃসারী শিলা বলে l

২। পাতালিক শিলা ধীর প্রক্রিয়ায় শীতল হয়ে গঠিত হওয়ায় এদের কণা খুব বড় হয়। অন্যদিকে, নিঃসারী শিলা দ্রুত জমাট বাঁধায় শিলা দানা ঘন সন্নিবিষ্ট ও সূক্ষ হয় l

৩। আগ্নেয় পদার্থ সমূহের ভূপৃষ্ঠে নির্গমনের প্রকৃতির ভিত্তিতে একে বিস্ফোরক ও শান্ত আগ্নেয় শিলা এই দুই ভাগে ভাগ করা হয়। অন্যদিকে, পাতালিক শিলাকে গভীরতার দিক থেকে পাতালিক ও উপো পাতালিক এই দুই ভাগে ভাগ করা হয় l

৪। গ্রানাইট, গ্যাব্রো প্রভৃতি পাতালিক। অন্যদিকে, ব্যসল্ট নিঃসারী শিলার উদাহরণ l