তেজস্ক্রিয় ও রাসায়নিক পরিবর্তনের মধ্যে পার্থক্য

তেজস্ক্রিয় পরিবর্তন (Radioactive Reaction):

তেজস্ক্রিয়তা হলো যেসকল মৌলের পারমাণবিক সংখ্যা ৮২ এর বেশি, তাদের নিউক্লিয়াস দ্রুত গতির নিউটন দ্বারা আঘাত করলে নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফূর্ত ভাবে উচ্চভেদন সম্পূর্ণ বিকিরণ নির্গত হওয়ার ঘটনা। প্রকৃতিতে প্রাপ্ত মৌল সমূহের মধ্যে তেজস্ক্রিয় মৌল ১৪ টি। তেজস্ক্রিয় পরিবর্তন সর্বদা একমুখী। মৌলের নিউক্লিয়াস থেকে কনা নির্গমন ও তড়িৎ চুম্বকীয় বিকিরণ এর ঘটনাকে তেজস্ক্রিয় তা বলে। আর এই তেজস্ক্রিয়তার জন্য ঘটে তেজস্ক্রিয় পরিবর্তন যা এক প্রকারের বিভাজন প্রক্রিয়া।

রাসায়নিক পরিবর্তন (Chemical Change):

আপনারা পূর্বেই জেনেছেন যে কয়লা, কাঠ, প্রাকৃতিক গ্যাস, কেরোসিন, ইত্যাদিকে জ্বালালে আলো, তাপ ও ধোঁয়া পাওয়া
যায়। পাশাপাশি উৎপন্ন হয় CO2 ও বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন গ্যাসীয় উপাদান।

C (কার্বন) + O2 = CO2 + তাপ

কার্বন অণুর ধর্ম ও গঠন কার্বন ডাই-অক্সাইড (CO2) অণুর ধর্ম ও গঠন থেকে সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির।

CH4 + 2O2 = CO2 + 2H2O + তাপ

কার্বন ডাই অক্সাইড (CO2) ও পানির ((H2O) অণুর ধর্ম ও গঠন মিথেন (CH4) অণুও অক্সিজেন অণুর গঠন থেকে সম্পূর্ণ
ভিন্ন প্রকৃতির। এগুলো রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তনে পদার্থের পরমাণুসমূহের মধ্যবর্তী বন্ধন ভেঙ্গে নতুন বন্ধনের সৃষ্টি হয়। অণুস্থিত পরমাণুসূহের বন্ধন ভাঙ্গা ও নতুন বন্ধন সৃষ্টি হওয়ার কারণে তাপশক্তির পরিবর্তন ঘটে। এটি একটি স্থায়ী পরিবর্তন। মূল পদার্থের গঠন পরিবর্তিত হওয়ার কারণে মূল পদার্থের ভৌত ও রাসায়নিক উভয় প্রকার ধর্মই পরিবর্তিত হয়। এ পরিবর্তনের ফলে পদার্থের অণুর গঠন ও উপাদানের পরিবর্তন ঘটে এক বা একাধিক নতুন ধর্ম বিশিষ্ট পদার্থের উৎপত্তি ঘটে।

আমরা প্রতিদিন যেসব খাবার খাই তা আমাদের পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদন্ত্র প্রভৃতির মাধ্যমে পরিবর্তিত হয়ে দেহের পুষ্টি সাধন ও শক্তি যোগায়। খাবারের রাসায়নিক পরিবর্তন ঘটে।

তেজস্ক্রিয় ও রাসায়নিক পরিবর্তনের মধ্যে পার্থক্যঃ

আমাদের পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদন্ত্র প্রভৃতির মাধ্যমে পরিবর্তিত হয়ে দেহের পুষ্টি সাধন ও শক্তি যোগায়। খাবারের রাসায়নিক পরিবর্তন ঘটে। তেজস্ক্রিয় ও রাসায়নিক পরিবর্তনের মধ্যে পার্থক্য নিম্নরূপ-

১। তেজস্ক্রিয় পরিবর্তন সমস্ত ভৌত শর্ত যেমন চাপ , উষ্ণতা ,আলোক, শব্দ ,তড়িৎ ইত্যাদির দ্বারা নিয়ন্ত্রিত নয়। অন্যদিকে, রাসায়নিক পরিবর্তন বিভিন্ন ভৌত শর্তের পরিবর্তনে রাসায়নিক বিক্রিয়ার গতি ও অভিমুখ পরিবর্তিত হয়।

২। তেজস্ক্রিয় পরিবর্তন একমুখী পরিবর্তন অর্থাৎ এই পরিবর্তনে উৎপন্ন নিউক্লিয়াস কখনোই বিপরীতমুখী প্রক্রিয়ায় প্রারম্ভিক অবস্থায় ফিরে আসে না। অন্যদিকে, এই রাসায়নিক পরিবর্তন একমুখী বা অভিমুখে দু ধরনের হতে পারে।

৩। তেজস্ক্রিয় পরিবর্তন প্রারম্ভিক ও উৎপন্ন নিউক্লিয়াসের ভরের পার্থক্য শক্তিরূপে নির্গত হয়। অন্যদিকে, রাসায়নিক পরিবর্তন বন্ধন গঠন বা বন্ধনে মুক্ত শক্তি তাপ শক্তি রূপে উৎপন্ন বা শোষিত হয়।

৪। তেজস্ক্রিয় পরিবর্তন সর্বদায় শক্তি উৎপন্ন হয় এবং নির্গত শক্তির পরিমাণ অনেক বেশি। অন্যদিকে, রাসায়নিক পরিবর্তন নির্গত দূষিত শক্তির পরিমাণ তেজস্ক্রিয় পরিবর্তনের তুলনায় অনেক কম।

৫। তেজস্ক্রিয় পরিবর্তন নিউক্লিয় ঘটনা। অন্যদিকে, রাসায়নিক পরিবর্তন আণবিক ঘটনা।

৬। তেজস্ক্রিয় পরিবর্তনের নতুন মৌল উৎপন্ন হয়। অন্যদিকে, রাসায়নিক পরিবর্তনের নতুন মৌল উৎপন্ন হয় না।

৭। কোন তেজস্ক্রিয় মৌল এবং তা থেকে উৎপন্ন যৌগের তেজস্ক্রিয়তার সমান। অন্যদিকে, কোন মৌল এবং তা থেকে উৎপন্ন যৌগের ধর্ম সম্পূর্ণ পৃথক।

৮। তেজস্ক্রিয় পরিবর্তন এক ক্রম বিক্রিয়ার হারের সূত্রানুসারে ঘটে। অন্যদিকে, রাসায়নিক পরিবর্তনের বিক্রিয়ার ক্রোমের বৈচিত্র অনেক বেশি।