হিসাববিজ্ঞান ও অর্থায়নের মধ্যে পার্থক্য

হিসাববিজ্ঞান (Accounting):

হিসাববিজ্ঞান শব্দের ইংরেজি প্রতিশব্দ হলো অ্যাকাউন্টিং (Accounting)। হিসাববিজ্ঞান শব্দটি ‘হিসাব’ ও ‘বিজ্ঞান’ শব্দ দুটির সম্মিলিত রূপ। আভিধানিক অর্থে হিসাব বলতে গণনা বুঝায়। পারিভাষিক হিসাব বলতে অর্থের দ্বারা পরিমাপযোগ্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্পত্তি, দায় ও আয়-ব্যয় সংক্রান্ত লেনদেনের বিবরণকে বুঝায়। অন্যদিকে বিজ্ঞান বলতে কোন বিষয়ে সুসংবদ্ধ ও সুশৃংখল জ্ঞানকে বুঝায়। সুতরাং ব্যবসায়িক প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন সুশৃংখলভাবে লিপিবদ্ধকরণ, সংরক্ষণ, আর্থিক ফলাফল ও অবস্থা নির্ণয় এবং বিশ্লেষণ করার সুসংবদ্ধ জ্ঞানকে হিসাববিজ্ঞান বলে।

A. W. Johnson এর মতে, “অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য ব্যবসায়িক লেনদেনসমূহের সংগ্রহ, সংরক্ষণ, সুসংবদ্ধ লিপিবদ্ধকরণ, আর্থিক প্রতিবেদন প্রস্তুতকরণ ও বিশ্লেষণ ও বিশদ ব্যাখ্যা করণকে হিসাববিজ্ঞান বলে। এ সকল প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্যসমূহ ব্যবসার পরিচালকগণকে ভবিষ্যত ব্যবসা পরিচালনা বিষয়ে নির্দেশ দিয়ে থাকে।”

অর্থায়ন (Finance):

একটি ব্যবসায়- প্রতিষ্ঠান গঠন ও পরিচালনার জন্য কি পরিমাণ মুলধন প্রয়োজন, মূলধন সংগ্রহের জন্যে সুবিধাজনক উৎস চিহ্নিত করণ ও উপযুক্ত সময়ে অর্থ সংগ্রহ, সংগৃহীত অর্থ লাভজনক খাতে বিনিয়োগ নিশ্চিত করণ ও অর্থের আগমন নির্গমন নিয়ন্ত্রের মাধ্যমে অর্থের ব্যবহার নিশ্চিত করে ব্যবসায় প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের সামগ্রিক প্রচেষ্ঠাকে অর্থায়ন বা ফিন্যান্স (Finance) বলে।

L.J. Gitman এর মতে, Finance can be defined as the art and science of managing money. Finance is concerned with the process, institutions, markets and instruments involved in the transfer of money among and between individuals, businesses and governments.

E.W. Walker এর মতে, Activities of a business concern relevant to financial planning, co-ordinating, control and their application is called finance.

হিসাববিজ্ঞান ও অর্থায়নের মধ্যে পার্থক্যঃ

দুটোই হিসেব সংক্রান্ত তাই অনেকে দুইটাকে একত্রে ভেবে বসে তবে হিসাববিজ্ঞান ও অর্থায়নের মধ্যে পার্থক্য রয়েছে। হিসাববিজ্ঞান ও অর্থায়নের মধ্যে পার্থক্য নিম্নরূপ-

১। প্রতিষ্ঠানের অর্থনৈতিক ঘটনাসমূহ শনাক্তকরণ, লিপিবদ্ধকরণ এবং সংশিষ্ট পক্ষসমূহের নিকট তথ্য সরবরাহ করা এ তিনটি প্রক্রিয়াই হলাে হিসাববিজ্ঞান। অন্যদিকে, হিসাব বিভাগ হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরিকল্পনা প্রণয়ন, তহবিল সংগ্রহ, তহবিল বিনিয়ােগ এবং বিনিয়ােজিত তহবিলের সুষ্ঠু ব্যবস্থাপনা সংক্রান্ত যাবতীয় কার্যাবলির সমষ্টিই হলাে অর্থায়ন।

২। হিসাববিজ্ঞান বকেয়া নীতির ভিত্তিতে তহবিল পরিমাপ করা হয়। অন্যদিকে, অর্থায়নে তহবিল প্রবাহ ভিত্তিতে তহবিল পরিচালনা করা হয়।

৩। হিসাববিজ্ঞানের কাজ হলো আর্থিক তথ্য সংগ্রহ ও ইপস্থাপন করা। অন্যদিকে, অর্থায়নের কাজ হলো হিসাববিজ্ঞানের মাধ্যমে সংগৃহীত তথ্য ব্যবহার করে সিদ্ধান্ত গ্রহণ করা।

৪। হিসাববিজ্ঞানের সাথে সম্পৃক্ত ব্যক্তিকে হিসাববিজ্ঞানী বলা হয়। অন্যদিকে, অর্থায়নের সাথে সম্পৃক্ত ব্যক্তিকে আর্থিক ব্যবস্থাপক বলা হয়।

৫। হিসাববিজ্ঞান কোন ব্যবসায়িক ঘটনাকে অর্থের মাপকাঠিতে লিপিবদ্ধ করে। অন্যদিকে, অর্থায়ন হিসাববিজ্ঞান কর্তৃক লিপিবদ্ধকৃত ব্যবসায়িক তথ্যগুলাে বিচার বিশ্লেষণ করে আর্থিক সিদ্ধান্তসমূহ গ্রহণ করে থাকে।

৬। হিসাববিজ্ঞান একটি তথ্য পদ্ধতি। অন্যদিকে, অর্থায়ন একটি সিদ্ধান্ত গ্রহণ পদ্ধতি।