ব্যবসা এবং সুদের মধ্যে পার্থক্য

ব্যবসা এবং সুদের মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। ব্যবসায় লাভ-লোকসান সবই ব্যবসায়ীকে বহন করতে হয়। সুদের ক্ষেত্রে ঋণদাতার লাভ সুনিশ্চিত ও সুনির্ধারিত। কোনো লোকসান নেই। ব্যবসা এবং সুদের মধ্যে পার্থক্য নিচে দেখানো হয়েছে-

ব্যবসা (Business) :
ব্যবসায় এক ধরনের সামাজিক কর্মকাণ্ড (বিজ্ঞান) যেখানে নির্দিষ্ট সৃষ্টিশীল ও উৎপাদনীয় লক্ষ্যকে সামনে রেখে বৈধভাবে সম্পদ উপার্জন বা লাভের উদ্দেশ্যে লোকজনকে সংগঠিত করা হয় ও তাদের উৎপাদনীয় কর্মকাণ্ড রক্ষণাবেক্ষণ করা হয়। ব্যক্তির মুনাফা পাওয়ার আশায় পণ্যদ্রব্য ও সেবাকর্ম উৎপাদনের মাধ্যমে উপযোগ সৃষ্টি এবং মানুষের বস্তুগত ও অবস্তুগত অভাব পূরণের লক্ষ্যে সেগুলো বণ্টন এবং এর সহায়ক সবরকম বৈধ, ঝুঁকিবহুল ও ধারাবাহিক কার্যকে ব্যবসা বলে। আইনানুসারে, ব্যবসা বলতে সেই সংগঠনকে বুঝায়, যা অর্থের বিনিময়ে ভোক্তাকে পণ্য বা সেবা কিংবা, দুটো সুবিধাই প্রদান করে। পুঁজিবাদ অর্থনীতিতে ব্যবসায় লক্ষণীয়ভাবে বিদ্যমান এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এখানে প্রায়, সব ব্যবসায় প্রতিষ্ঠান ব্যক্তিমালিকানায় পরিচালিত হয়, যা গঠন করা হয় মূলত মুনাফা অর্জন করে মালিকের পুঁজি বৃদ্ধির জন্যে। ব্যবসায় মুনাফার জন্য ব্যক্তি মালিকানার ব্যবসায় প্রতিষ্ঠান গুলোর মালিক বা পরিচালকবৃন্দের মূল উদ্দেশ্যের মধ্যে একটি হলো, ঝুঁকি গ্রহণ ও কার্যের বিপরীতে বিনিয়োগকৃত পুঁজি ফেরত পাওয়া। মুনাফাবিহীন বা রাষ্ট্র মালিকানার অধীনেও ব্যবসায় করা যায়।

সুদ (Interest) :
সুদ ও মুনাফা এক নয়। সুদ হচ্ছে ঋণকৃত অর্থের উপর একটি নির্দিষ্ট সময়ে নিশ্চিত সুনির্দিষ্ট অতিরিক্ত পাওনা । অর্থাৎ সুদের সাথে ‘নিশ্চিত’ এবং ‘সুনির্দিষ্ট’ শব্দ দুটির সম্পর্ক রয়েছে । যেমন আপনি কারো নিকট হতে ২০% সুদে ১,০০০ টাকা ঋণ নিলেন । এই ঋণকৃত টাকা আপনি ব্যবসায় খাটাতে পারেন , আবার শিল্পে বিনিয়োগ করতে পারেন , আবার ভোগে ব্যয় করতে পারেন । এই ১,০০০ টাকা নিয়ে আপনি যাই করেন না কেন , বছর শেষে ঋণ প্রদানকারীকে ২০০ টাকা প্রদান করতে হবে । এক্ষেত্রে ঋণ প্রদানকারী নিশ্চিত জানে যে , বছর শেষে আপনার নিকট হতে সে নির্দিষ্ট ২০০ টাকা পাবে । এখানে ২০০ টাকা হল সুদের পরিমাণ , যা ইসলামে নিষিদ্ধ।

ব্যবসা এবং সুদের মধ্যে পার্থক্যঃ
১. ব্যবসা করার মূল উদ্দেশ্য হলো লাভ অর্জন করা। ব্যবসা থেকে আসা লাভ পৃষ্ঠের উচ্চ হতে পারে। অন্যদিকে, সুদ হলো একটি মূল্য, যা অনুভূত লাভের প্রমাণ। এটি সম্পূর্ণ লাভের একটি অংশ, বিনা মূল্যের মাধ্যমে ব্যবসার কাজের সংবেদনশীলতা বৃদ্ধি করতে সহায় করতে পারে।

২. ব্যবসায় লাভ-লোকসান সবই ব্যবসায়ীকে বহন করতে হয়। অন্যদিকে, সুদের ক্ষেত্রে ঋণদাতার লাভ সুনিশ্চিত ও সুনির্ধারিত। কোনো লোকসান নেই।

৩. ব্যবসায় যত মুনাফা গ্রহণ করুক তা একবারেই সীমাবদ্ধ। অন্যদিকে, সুদে নির্ধারিত মেয়াদ শেষে চক্রহারে বৃদ্ধি পেতে থাকে।

৪. ব্যবসায়ী মাল ও মূল্যের হস্তান্তরের মাধ্যমে ব্যবসার সমাপ্তি ঘটে। অন্যদিকে, সুদের লেনদেন ক্ষেত্রেবিশেষ মৃত্যু অবধি বাকি থাকে।

৫. ব্যবসায় শ্রম, চিন্তা ও বুদ্ধির বিনিয়োগ অবধারিত। অন্যদিকে, সুদ হচ্ছে সময় পরিবর্তনের ফসল।

৬. ব্যবসার সম্পর্ক পণ্যের সাথে, অন্যদিকে, সুদের সম্পর্ক সময়ের সাথে।

৭. ব্যবসার বুনিয়াদ হচ্ছে পরস্পরের সহযোগিতার ওপর। অন্যদিকে, সুদের বুনিয়াদ হচ্ছে ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার ওপর। পরস্পরের কল্যাণ কামনা অকল্পনীয়।

৮. ব্যবসার মাধ্যমে সমাজ সংরক্ষিত থাকে। অন্যদিকে, সুদের মাধ্যমে সমাজের অবকাঠামো ভেঙে পড়ে। দরিদ্রতার করালগ্রাসে বেশির ভাগ মানুষ নিপতিত হয়।