মুলধন ও মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে পার্থক্য

মূলধন জাতীয় ব্যয় (Capital Expenditure) :
যেসব ব্যয় অনিয়মিত, টাকার পরিমাণ বড় এবং এক বছরের অধিক সময় সুবিধা ভোগ করা যায় সেসব ব্যয়ই মূলধন জাতীয় ব্যয়। মুলধন জাতীয় ব্যয় হলো এমন ব্যয় যা ব্যবসায়ের স্থায়ী সম্পদ ক্রয় বা উন্নয়নের জন্য করা হয়। এ ধরনের ব্যয়ের ফলে ব্যবসায়ের সম্পদ বৃদ্ধি পায় এবং এর সুবিধা এক বছরের বেশি সময় ধরে উপভোগ করা যায়। মূলধন জাতীয় ব্যয়সমূহ কারবারে বারবার সংঘটিত হয় না। মূলধন জাতীয় ব্যয়ের ফলে সম্পদ অর্জিত হয়। যেমন— i. আসবাবপত্র ক্রয়/আলমারি ক্রয় ii. জমি ক্রয়/ভূমি ক্রয় iii. জমি ক্রয়ের রেজিস্ট্রেশন ব্যয় রা. দালানকোঠা নির্মাণ ব্যয় v. নতুন দালানের চুনকাম ব্যয়, vi মোটরগাড়ি ক্রয়, vii. কলকবজা ও যন্ত্রপাতি/মেশিন ক্রয়, viii. যন্ত্রপাতি ক্রয়ের আমদানি শুল্ক,

মুনাফা জাতীয় ব্যয় (Revenue Expenditure) :
এ জাতীয় ব্যয় মুনাফা জাতীয় ব্যয় থেকে বিপরীত প্রকৃতির। এ ধরনের ব্যয় ব্যবসায়ের দৈনন্দিন কার্যাবলী পরিচালনার জন্য ব্যয়িত হয়। এর ফলাফল স্বল্পকালের অর্থাৎ এক হিসাব সনের মধ্যে নি:শেষ হয়ে যায়। যেমন, কর্মচারীর বেতন, যাতায়াত খরচ, পরিবহন খরচ, মজুরী, পণ্য ক্রয় ইত্যাদি। এ ব্যয় হিসাব সনে বার বার সংঘটিত হতে পারে বা হয়ে থাকে। অতএব, যেসব ব্যয় ব্যবসায়ের দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য পুনঃ পুনঃ সংঘটিতে হয় এবং যে সমস্ত ব্যয়ের ফলাফল স্বল্প সময়ে অর্থাৎ একটি হিসাব সনের মধ্যে শেষ হয়ে যায় সেগুলোকে মুনাফা জাতীয় ব্যয় বলে।

মুনাফা জাতীয় ব্যয় ক্রয়-বিক্রয় হিসাব বা লাভ-ক্ষতি হিসাবে ডেবিট করা হয়। আর যদি এ ব্যয় বকেয়া থাকে তাহলে তা উদ্বর্তপত্রের দায়ের দিকে দেখানো হয়। উলে−খ্য, স্থায়ী সম্পদ চালু রাখার জন্য যে ব্যয় হয় তাও মুনাফা জাতীয় ব্যয়। যেমন, যন্ত্রপাতি মেরামত খরচ, অবচয় ইত্যাদি।

মুলধন ও মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে পার্থক্যঃ
মুলধন জাতীয় ব্যয় ও মুনাফা জাতীয় ব্যয় হলো হিসাববিজ্ঞানের দুটি গুরুত্বপূর্ণ ধারণা। এই দুটি ধারণার মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে। তা নিম্নরূপ-

১. যেসব ব্যয় অনিয়মিত, টাকার পরিমাণ বড় এবং এক বছরের অধিক সময় সুবিধা ভোগ করা যায়, তাকে মূলধন-জাতীয় ব্যয় বলে। অন্যদিকে, ব্যবসায়ের দৈনন্দিন কার্যসম্পাদনের জন্য নিয়মিত যেসব ব্যয় নির্দিষ্ট সময় পরপর সংঘটিত হয় এবং স্বল্প সময়ের মধ্যেই উপযোগিতা নিঃশেষ হয়ে যায়, তাকে মুনাফা-জাতীয় ব্যয় বলে।

২. মুলধন জাতীয় ব্যয় হলো এমন ব্যয় যা ব্যবসায়ের স্থায়ী সম্পদ ক্রয় বা উন্নয়নের জন্য করা হয়। এ ধরনের ব্যয়ের ফলে ব্যবসায়ের সম্পদ বৃদ্ধি পায় এবং এর সুবিধা এক বছরের বেশি সময় ধরে উপভোগ করা যায়।

অন্যদিকে, মুনাফা জাতীয় ব্যয় হলো এমন ব্যয় যা ব্যবসায়ের দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য করা হয়। এ ধরনের ব্যয়ের ফলে ব্যবসায়ের সম্পদ বৃদ্ধি পায় না এবং এর সুবিধা এক বছরের মধ্যেই উপভোগ করা হয়ে যায়।

৩. মূলধন জাতীয় ব্যয়সমূহ কারবারে বারবার সংঘটিত হয় না। অন্যদিকে, মুনাফা জাতীয় ব্যয়সমূহ কারবার প্রতিষ্ঠানে বারবার সংঘটিত হয়।

৪. মুলধন জাতীয় ব্যয়ের প্রকৃতি দীর্ঘমেয়াদী। অন্যদিকে, মুনাফা জাতীয় ব্যয়ের প্রকৃতি স্বল্পমেয়াদী।

৫. মূলধন জাতীয় ব্যয়ের উপযোগ একাধিক হিসাব কাল পর্যন্ত চালু থাকবে। অন্যদিকে, মুনাফা জাতীয় ব্যয়ের উপযোগ একটি হিসাব কালের মধ্যেই শেষ হবে।

৬. স্থায়ী সম্পদসমূহ অর্জনের জন্য মূলধন জাতীয় ব্যয় সংঘটিত হয়। অন্যদিকে, ব্যবসায় প্রতিষ্ঠানে স্বাভাবিক কার্যক্রম চালু রাখার জন্য মুনাফা জাতীয় ব্যয় সংঘটিত হয়।

৭. মুনাফা জাতীয় ব্যয় কারবার প্রতিষ্ঠানের মুনাফা অর্জনকে হ্রাস করে। অন্যদিকে, মূলধনজাতীয় ব্যয় মুনাফা হ্রাস করে না। বরং মুনাফা অর্জনে সাহয্য করে।

৮. একটি ব্যবসায় একটি নতুন যন্ত্রপাতি ক্রয় করল। এই ব্যয়টি মূলধন জাতীয় ব্যয় হিসেবে বিবেচিত হবে কারণ এই ব্যয়ের ফলে ব্যবসায়ের সম্পদ বৃদ্ধি পাবে এবং এর সুবিধা এক বছরের বেশি সময় ধরে উপভোগ করা যাবে।

অন্যদিকে, একটি ব্যবসায় পণ্য বিক্রয়ের জন্য বিজ্ঞাপন দিল। এই ব্যয়টি মুনাফা জাতীয় ব্যয় হিসেবে বিবেচিত হবে কারণ এই ব্যয়ের ফলে ব্যবসায়ের সম্পদ বৃদ্ধি পাবে না এবং এর সুবিধা এক বছরের মধ্যেই উপভোগ করা হয়ে যাবে।