আর্থিং ও নিউট্রাল এর মধ্যে পার্থক্য

আর্থিং ও নিউট্রাল দুটি ভিন্ন ধারণা এবং এদের কাজও ভিন্ন। আর্থিং ও নিউট্রাল এর মধ্যে কার্যকারিতা দিক থেকে পার্থক্য রয়েছে। নিচে আর্থিং ও নিউট্রাল এর মধ্যে পার্থক্য দেখানো হয়েছে-

আর্থিং (Earthing):
অনাকাঙ্ক্ষিত বিদ্যুতের হাত হতে বৈদ্যুতিক যন্ত্রপাতি এবং মানুষকে রক্ষা কল্পে বৈদ্যুতিক যন্ত্রপাতির ধাতুনির্মিত বহিরাবরণ হতে বৈদ্যুতিক কারেন্টকে কোনো তারের সাহায্যে নিরাপদে পৃথিবির মাটিতে প্রেরণের ব্যাবস্থাকে আর্থিং বলে। আর্থিং মানে হচ্ছে এসি লাইনে চলে এমন সরঞ্জামাদির বাইরের উন্মুক্ত অংশ যেমন- কেসিং, স্ক্রু-নাট, বডি এগুলোকে মাটির সাথে সংযুক্ত করে দেয়া। এতে করে কোন কারনে ইলেক্ট্রিক কোন ত্রুটির দরুন সরঞ্জামটির ভেতরে LIVE কানেকশন যদি বডিতে বা কেসিং-এ লেগে যায় তাহলে ঐ আর্থিং সংযোগের কারনে বিদ্যুৎ মাটিতে চলে যাবে। ফলে কেসিং-এ আপনি ছুঁলেও ইলেক্ট্রিক শক খাবেন না।

নিউট্রাল (Neutral) :
নিউট্রালের মধ্যে শুধু কারেন্ট থাকে। আর নিউট্রাল যদি না থাকে তাহলে সার্কিট ক্লোজ হবে না। আর ক্লোজ না হলে কারেন্ট ও প্রবাহিত হবে না। কারেন্ট নিউট্রালের মধ্য দিয়ে প্রবাহিত হয় এবং তা সিস্টেম কে সচল রাখে। নিউট্রাল কারেন্টের জন্য অপেক্ষাকৃত ছোট পথ প্রদান করে থাকে। আমরা এটা জানি যে বৈদ্যুতিক শকের মাত্রা নির্ভর করে বৈদ্যুতিক চাপ তথাঃ ভোল্টেজের উপর। তাহলে যেহেতু নিউট্রাল লাইনের ভোল্টেজ শূন্য এবং নিউট্রাল কে বেশিরভাগ ক্ষেত্রে আর্থের সাথে গ্রাউন্ডিং করা হয়ে থাকে, তাই এতে কোন বৈদ্যুতিক চাপ না থাকায় আমাদের শক লাগে না।

এই কাজটি কখনো করতে যাবেন না কারন সিস্টেমে অনেক সময় ত্রুটি থাকার কারনে লাইনের ফল্ট কারেন্ট এর ভিতর দিয়ে কিছু লিকেজ ভোল্টেজ প্রবাহিত হতে পারে।

আর্থিং ও নিউট্রাল এর মধ্যে পার্থক্যঃ
১. অনাকাঙ্খিত বিদ্যুৎ থেকে বৈদ্যুতিক যন্ত্রপাতি, সরাঞ্জাম ও মানুষ কে রক্ষা করার জন্য বৈদ্যুতিক যন্ত্রপাতির মেটাল বা বাহিরাবরণ থেকে কারেন্টকে কোন পরিবাহী দ্বারা মাটিতে প্রেরণ করার ব্যবস্থা কে আর্থিং বলে। অন্যদিকে, নিউট্রালের মধ্যে শুধু কারেন্ট থাকে। আর নিউট্রাল যদি না থাকে তাহলে সার্কিট ক্লোজ হবে না। আর ক্লোজ না হলে কারেন্ট ও প্রবাহিত হবে না।

২. আর্থিং সরাসরি মাটির সাথে যুক্ত থাকে আর নিউট্রাল লাইন ট্রান্সফরমারেই ফেরত যায়।

৩, নিউট্রাল এর মধ্যে শুধু কারেন্ট থাকে। নিউট্রাল যদি না থাকে তাহলে সার্কিট ক্লোজ হবে না, মানে সাপ্লাই প্রবাহিত হবে না। So System কাজ করবে না। অন্যদিকে, আর্থিং মানে হচ্ছে এসি লাইনে চলে এমন সরঞ্জামাদির বাইরের উন্মুক্ত অংশ যেমন- কেসিং, স্ক্রু-নাট, বডি এগুলোকে মাটির সাথে সংযুক্ত করে দেয়া। এতে করে কোন কারনে ইলেক্ট্রিক কোন ত্রুটির দরুন সরঞ্জামটির ভেতরে LIVE কানেকশন যদি বডিতে বা কেসিং-এ লেগে যায় তাহলে ঐ আর্থিং সংযোগের কারনে বিদ্যুৎ মাটিতে চলে যাবে।

  1. আর্থিং এর উদ্দেশ্য অনাকাঙ্ক্ষিত বিদ্যুৎ থেকে বৈদ্যুতিক যন্ত্রপাতি, সরঞ্জাম ও মানুষকে রক্ষা করা। অন্যদিকে, নিউট্রাল উদ্দেশ্য বৈদ্যুতিক সার্কিট সম্পূর্ণ করা ভারসাম্যপূর্ণ লোড বজায় রাখা।

৫. আর্থিং এর কার্যকারিতা হল বিদ্যুৎ লিকেজের ক্ষেত্রে, ধাতব অংশে বিদ্যুৎ প্রবাহিত হলে, আর্থিং তারের মাধ্যমে বিদ্যুৎ মাটিতে চলে যাবে, ফলে মানুষ বা যন্ত্রপাতির ক্ষতি হবে না। অন্যদিকে, নিউট্রাল এর কার্যকারিতা হল সার্কিটে বিদ্যুৎ প্রবাহের জন্য একটি বন্ধ লুপ তৈরি করে। লোডের ভারসাম্য বজায় রাখে, ফলে বিদ্যুতের অপচয় ও লাইনের ক্ষতি রোধ করে।