নিরপেক্ষ এবং বাজেট রেখার মধ্যে পার্থক্য

নিরপেক্ষ এবং বাজেট রেখা বাম থেকে ডানে নিম্ন গামী। অর্থাৎ উভয় রেখার ঢাল ঋণাত্মক। কিন্তু তা সত্ত্বেও বাজেট এবং নিরপেক্ষ রেখার মধ্যে কিছু মৌলিক পার্থক্য রয়েছে। নিচে নিরপেক্ষ এবং বাজেট রেখার মধ্যে পার্থক্য আলোচনা করা হয়েছে-

নিরপেক্ষ রেখা (Indifference Curve):
যে রেখার প্রতিটি বিন্দু দুটি পণ্যের বিভিন্ন সংমিশ্রণে ভোক্তার নিকট সমান তৃপ্তি বা সন্তুষ্টি প্রকাশ করে তাকে নিরপেক্ষ রেখা বলে। নিরপেক্ষ রেখা হল এমন বক্ররেখা যার বিভিন্ন বিন্দু নির্দেশিত দুই বা ততোধিক দ্রব্যের বিভিন্ন সমন্বয় ভোগকারীর নিকট সমভাবে পছন্দসই হয়। এই রেখা বরাবর ভোক্তা প্রতিটি দ্রব্যের ক্ষেত্রেই সমান সন্তুষ্ট থাকে। অর্থাৎ ঐ বক্ররেখার কোন বিন্দুতে ভোক্তার কোন নির্দিষ্ট দ্রব্যের প্রতি বিশেষ আকর্ষণ থাকে না। এই বক্ররেখার প্রত্যেকটি বিন্দুতে ভোক্তার উপযোগ সমান থাকে। এজওয়ার্ড প্যরোটো, হিকস, অ্যালেন প্রমুখ অর্থনীতিবিদ ভোক্তার আচরণ এবং চাহিদার প্রকৃতি ব্যাখ্যা করার জন্য এই রেখা প্রবর্তন করেন।

বাজেট রেখা (Budget Line) :
বাজেট রেখা হলো এমন একটি রেখা যার বিভিন্ন বিন্দুতে ভোক্তার দুটি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রন ক্রয়ের ক্ষমতা প্রকাশ পায়। আমরা জানি ভোক্তার আয় সীমাবদ্ধ। এই সীমাবদ্ধ আয় দিয়ে ভোক্তা দুটো দ্রব্যের বিভিন্ন সংমিশ্রন ক্রয় করে থাকে। বাজেট রেখা দ্বারা ভোক্তার দুটো দ্রব্যের সংমিশ্রন ক্রয় করার ক্ষমতা প্রকাশ পায়। রেখাটি সরল আকৃতির এবং ঋণাত্মক ঢাল বিশিষ্ট হয়ে থাকে।

নিরপেক্ষ এবং বাজেট রেখার মধ্যে পার্থক্য :
১. নিরপেক্ষ রেখা হলো এমন একটি রেখা যা বিভিন্ন বিন্দুর সমন্বয়ে গঠিত একটি সঞ্চার পথ এবং রেখাটির প্রতিটি বিন্দুতে দুটি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রন প্রকাশ পায় এবং ঐ বিন্দু গুলোতে ভোক্তা সমান উপযোগ বা তৃপ্তি পায়। প্রত্যেক বিন্দুতে সমান তৃপ্তি প্রকাশ পায় বলে ভোক্তা প্রত্যেক বিন্দুর প্রতি নিরপেক্ষ থাকে। অন্যদিকে, ভোক্তা তার সীমাবদ্ধ আয় দ্বারা নির্দিষ্ট দামে দুটি দ্রব্যের যে বিভিন্ন সংমিশ্রন ক্রয় করতে পারে তা যে রেখার মাধ্যমে দেখানো হয় তাকে বাজেট রেখা বা দাম রেখা বলে।

২. নিরপেক্ষ রেখা ভোক্তার তৃপ্তি প্রকাশ করে। অন্যদিকে, বাজেট রেখা ভোক্তার আয় প্রদর্শন করে।

৩. নিরপেক্ষ রেখা ডান দিকে নিম্নগামী এবং মূলবিন্দুর দিকে উত্তল। অন্যদিকে, বাজেট রেখা ডানদিকে নিম্নগামী এবং সরলাকৃতির।

৪. দুটি নিরপেক্ষ রেখা পরস্পরকে ছেদ করতে পারে না। অন্যদিকে, দুটি বাজেট রেখা পরস্পরকে ছেদ করতে পারে।

৫. নিরপেক্ষ রেখা ও বাজেট রেখা উভয়ের ঢাল ঋনাত্মক। অন্যদিকে, নিরপেক্ষ রেখার ঢাল প্রান্তিক পরিবর্তনের হারের ক্রমহ্রাসমানতা প্রকাশ করে। আর বাজেট রেখার ঢাল প্রান্তিক পরিবর্তনের হারের স্থিরতা প্রকাশ করে।

৬. উচ্চতর নিরপেক্ষ রেখা অধিক উপযোগ স্তর নির্দেশ করে। অন্যদিকে, উচ্চতর বাজেট রেখা অধিক আয় নির্দেশ করে।