চলন ও গমনের মধ্যে পার্থক্য

চলন (Movement) :
বাহ্যিক উদ্দীপকের উপস্থিতিতে বা অনুপুস্থিতিতে জৈবিক প্রয়োজনের অভ্যন্তরীণ তাগিদে কোনও নির্দিষ্ট জায়গায় স্থির থেকে জীবের অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালনকে চলন বলে। অন্যভাবে বলা যায়; যে প্রক্রিয়ায় প্রাণী জৈবিক প্রয়োজনে যেমন – খাদ্য সংগ্রহ, আত্মরক্ষা, প্রজনন, বিনোদন বা প্রতিকূল পরিবেশ মোকাবিলায় নিজ প্রচেষ্টায় স্থানান্তরিত হয় তাকে চলন বলে। অর্থাৎ যে পদ্ধতিতে প্রাণী নিজ প্রচেষ্টায় সাময়িকভাবে একস্থান থেকে অন্যস্থানে যায় তাকে ঐ প্রাণীর চলন বলে।

চলনের উদাহরণ- ভলভক্স, ক্ল্যামাইডোমোনাস ইত্যাদি কয়েকটি নিম্নশ্রেণীর উদ্ভিদে ব্যতীত সমস্ত উদ্ভিদ জগতে চলন পরিলক্ষিত হয়। আবার অবেলিয়া কলোনির স্পন্স প্রবাল ইত্যাদি কয়েকটি প্রাণী গমনে অক্ষম চলনই এদের সম্বল।

গমন (Locomotion) :
বাহ্যিক উদ্দীপকের উপস্থিতিতে বা অনুপস্থিতিতে জৈবিক প্রয়োজনের অভ্যন্তরীণ তাগিদে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে জীবের পরিমাপ যোগ্য দূরত্ব অতিক্রম করাকে গমন বলে। অন্যভাবে বলা যায়; যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় বা কোনো উদ্দীপকের (Stimulant)-এর প্রভাবে অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে সামগ্রিকভাবে স্থান পরিবর্তন করে তাকে গমন Locomotion) বলে।

প্রাণীরা খাদ্য-বিষয়ে স্ব-নির্ভর না হওয়ায় খাদ্য সংগ্রহের জন্য প্রাণীদের একস্থান থেকে অপর স্থানে গমন করতে হয়। নিরাপদ আশ্রয়ের জন্য, বাসস্থান খোঁজা ও বাসস্থান নির্মাণ-এর জন্য প্রাণীদের স্থানান্তরে গমন করতে হয়। শত্রুর আক্রমণ থেকে নিজেদের রক্ষা করার জন্য অর্থাৎ আত্মরক্ষার জন্য স্থানান্তরে গমন আবশ্যিক। তাছাড়াও (i) বংশবিস্তারের উদ্দেশ্য যেমন- নিভৃতে প্রজনন স্থান খোঁজা, সঙ্গী বা সঙ্গিনী খোঁজার জন্য প্রাণীদের গমনের প্রয়োজন হয়।

গমনের উদাহরণ- স্পঞ্জ প্রবাল ওবেলিয়া কলোনি প্রভৃতি প্রাণী ব্যতীত সমস্ত প্রাণীতে এবং ভলভক্স ক্লাইমোডোমোনাস সহ কয়েকটি নিম্নশ্রেণীর উদ্ভিদে কোন পরিলক্ষিত হয়।

চলন ও গমনের মধ্যে পার্থক্যঃ
প্রাণী নিজ প্রচেষ্টায় সাময়িকভাবে একস্থান থেকে অন্যস্থানে যায় তাকে ঐ প্রাণীর চলন বলে। চলন ও গমনের মধ্যে পার্থক্য নিচে দেখানো হয়েছে-

১। বাহ্যিক উদ্দীপকের উপস্থিতিতে বা অনুপুস্থিতিতে জৈবিক প্রয়োজনের অভ্যন্তরীণ তাগিদে কোনও নির্দিষ্ট জায়গায় স্থির থেকে জীবের অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালনকে চলন বলে। অন্যদিকে, বাহ্যিক উদ্দীপকের উপস্থিতিতে বা অনুপস্থিতিতে জৈবিক প্রয়োজনের অভ্যন্তরীণ তাগিদে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে জীবের পরিমাপ যোগ্য দূরত্ব অতিক্রম করাকে গমন বলে।

২। চলন শুধুমাত্র ভলভক্স, ক্ল্যামাইডোমোনাস প্রভৃতি উদ্ভিদ ছাড়া, সমস্ত উদ্ভিদের মধ্যে দেখতে পাওয়া যায়। অন্যদিকে, গমন- মানুষ, পাখি, বাঘ, গরু ইত্যাদি প্রাণীদের মধ্যে দেখা যায়। কিন্তু স্পঞ্জ, প্রবাল এর মত প্রাণীরা গমনে অক্ষম।

৩। চলনের প্রক্রিয়া চলাকালীন জীবের সামগ্রিক স্থান পরিবর্তন লক্ষ্য করা যায় না। অন্যদিকে, গমন প্রক্রিয়া চলাকালীন জীবের সামগ্রীক স্থান পরিবর্তন লক্ষ্য করা যায়।

৪। যেকোনো একটি নির্দিষ্ট স্থানে স্থির থেকে বা অপরিবর্তন স্থানে থেকে চলন ঘটতে পারে। অন্যদিকে, যেকোনো একটি নির্দিষ্ট স্থানে স্থির থেকে কখনোই গমন ঘটানো সম্ভব নয়।

৫। কোনো নির্দিষ্ট স্থানে আবদ্ধ থেকে চলন সম্ভব । অন্যদিকে, কোনো নির্দিষ্ট স্থানে আবদ্ধ থেকে গমন সম্ভব নয়।

৬। চলনের উদাহরণ- ভলভক্স, ক্ল্যামাইডোমোনাস ইত্যাদি কয়েকটি নিম্নশ্রেণীর উদ্ভিদে ব্যতীত সমস্ত উদ্ভিদ জগতে চলন পরিলক্ষিত হয়। আবার অবেলিয়া কলোনির স্পন্স প্রবাল ইত্যাদি কয়েকটি প্রাণী গমনে অক্ষম চলনই এদের সম্বল।

অন্যদিকে, গমনের উদাহরণ- স্পঞ্জ প্রবাল ওবেলিয়া কলোনি প্রভৃতি প্রাণী ব্যতীত সমস্ত প্রাণীতে এবং ভলভক্স ক্লাইমোডোমোনাস সহ কয়েকটি নিম্নশ্রেণীর উদ্ভিদে কোন পরিলক্ষিত হয়।