pH ও pF এর মধ্যে পার্থক্য

pH দ্বারা মূলত হাইড্রোজেন আয়নের ঘনত্ব বোঝায়। আর pF পানি স্তম্ভের উচ্চতা হিসেবে প্রকাশ করা হয়। pH ও pF এর মধ্যে বৈশিষ্ট্যগত পার্থক্য রয়েছে। নিচে pH ও pF এর মধ্যে পার্থক্য দেখানো হয়েছে-

পিএইচ (pH) :
প্রথমত এটিকে PH নয় লিখতে হবে pH. pH শব্দসংক্ষেপটি এসেছে মূলত ফরাসি বাক্যাংশ “pouvoir hydrogène” থেকে। ইংরেজিতে অনুবাদ করলে যেটা দাঁড়ায়, power of hydrogen অথবা potential of hydrogen. রসায়নে পিএইচ হচ্ছে দ্রবীভূত হাইড্রোজেন আয়নের সক্রিয়তার পরিমাপ। pH দ্বারা মূলত হাইড্রোজেন আয়নের ঘনত্ব বোঝায়। ২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিশুদ্ধ পানির pH ৭ যাকে পিএইচ স্কেলের নিরপেক্ষ মান হিসেবে ধরা হয়। পানি বিক্রিয়ক বিশেষে কখনও অম্ল আবার কখনও ক্ষারকের মত আচরণ করে এজন্য পানিকে Amorphous বা, অনিয়তাকার ( নির্দিষ্ট আকার বিহীন) পদার্থ বলা হয়ে থাকে। pH স্কেলে নিরপেক্ষ পানির পিএইচ কে মধ্যমান ধরে যাদের পিএইচ ৭ এর নিচে তাদের অম্ল এবং যাদের পিএইচ ৭ এর ওপরে তাদের ক্ষারক বলা হয়। জলীয় দ্রবণের পিএইচ মাপার জন্য পিএইচ নির্দেশক, গ্লাস-ইলেকট্রড অথবা পিএইচ মিটার ব্যবহার করা হয়। নিম্নের সমীকরণের সাহায্যে পিএইচ নির্ণয় করা যায়:

পিএইচ (pH)= -log[H^+] বা, log1/[H^+]

পিএফ (pF) :
মেট্রিক পোটেনশিয়ালের লগারিদম যা পানি স্তম্ভের উচ্চতা হিসেবে প্রকাশ করা হয় তাকে pF বলা হয়। অর্থাৎ pF হচ্ছে ঋণাত্মক চাপ পোটেনশিয়াল বা মেট্রিক পোটেনশিয়ালের লগারিদম যা পানি স্তম্ভের উচ্চতা (সে.মি.) হিসেবে প্রকাশ করা হয়। pF একটি ভৌত টার্ম। পিএফ (pF) = log[Negative pressure potential] সমীকরণের সাহায্যে প্রকাশ করা হয়। pF স্কেলের কোন নির্দিষ্ট সীমা নেই।

pH ও pF এর মধ্যে পার্থক্যঃ
১. কোনো দ্রবণের মাধ্যমে মাটিতে হাইড্রোজেন আয়নের উপস্থিতিকে মাটির pH বলা হয়। অন্যদিকে, মেট্রিক পোটেনশিয়ালের লগারিদম যা পানি স্তম্ভের উচ্চতা হিসেবে প্রকাশ করা হয় তাকে pF বলা হয়।

২. pH হচ্ছে কোন দ্রবণে হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদম, যা গ্রাম-মোল/লিটার হিসেবে প্রকাশ করা হয়। অন্যদিকে, pF হচ্ছে ঋণাত্মক চাপ পোটেনশিয়াল বা মেট্রিক পোটেনশিয়ালের লগারিদম যা পানি স্তম্ভের উচ্চতা (সে.মি.) হিসেবে প্রকাশ করা হয়।

৩. pH একটি রাসায়নিক টার্ম। অন্যদিকে, pF একটি ভৌত টার্ম।

৪. পিএইচ (pH) pH = log[H+] সমীকরণের সাহায্যে প্রকাশ করা হয়। অন্যদিকে, পিএফ (pF) pF = log[Negative pressure potential] সমীকরণের সাহায্যে প্রকাশ করা হয়।

৫. pH স্কেলের সীমা 0-14। অন্যদিকে, pF স্কেলের কোন নির্দিষ্ট সীমা নেই।

৬. pH মাধ্যমে হাইড্রোজেন আয়নের গাঢ়ত্বের প্রকাশ ঘটে, অর্থাৎ অম্লত্ব বা ক্ষারত্ব-এর মাত্রা প্রকাশিত হয়। অন্যদিকে, pF উচ্চতার একটি ব্যাখ্যামূলক প্রকাশ ।