সদ ও অসদ প্রতিবিম্বের মধ্যে পার্থক্য

সদ প্রতিবিম্ব (Real Image):

কোনো বিন্দু থেকে নিঃসৃত আলোক রশ্মি গুচ্ছ প্রতিফলিত বা প্রতিসরিত হয়ে যদি দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয়ে প্রতিবিম্ব গঠন করে তবে তাকে সদ বলে। অবতল দর্পণে এধরণের সদ প্রতিবিম্ব গঠিত হয় ।

অসদ প্রতিবিম্ব (Virtual Image):

কোনো বিন্দু থেকে নিঃসৃত আলোক রশ্মি গুচ্ছ প্রতিফলিত বা প্রতিসরিত হয়ে প্রকৃত পক্ষেদ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয় না কিন্তু দ্বিতীয় কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তখন ঐ দ্বিতীয় বিন্দুতে প্রথম বিন্দুর যে প্রতিবিম্ব দেখা যায় তাকে অসদ প্রতিবিম্ব বলে। সমতল দর্পণে এবং উত্তল দর্পণে এ ধরণের প্রতিবিম্ব গঠিত হয়।

সদ ও অসদ প্রতিবিম্বের মধ্যে পার্থক্যঃ

সদ ও অসদ প্রতিবিম্বের মধ্যে কিছুটা সাদৃশ্য থাকলেও ব্যবহারিক ও গঠন গত দিক থেকে এদের মধ্যে পার্থক্য বিদ্যমান। সদ ও অসদ প্রতিবিম্বের মধ্যে পার্থক্য নিম্নরূপ-