সংশ্লেষ ও নির্ভরণের মধ্যে পার্থক্য

সংশ্লেষ (Correlation):

যদি দু’টি চলক একই সাথে পরিবর্তীত হয় অর্থাৎ উহার একটিতে পরিবর্তন হলে অন্য টিতে কোন না কোন পরিবর্তন হয় তাহলে ধরে নেওয়া হয় উহাদের মধ্যে সম্পর্ক আছে। চলক দু’টির মধ্যে এরূপ সম্পর্ককে সংশ্লেষ বলে। উদাহরণ স্বরূপ বলা যায়, সার প্রয়োগে কোন জমির ফসলের উৎপাদন বৃদ্ধি পায়, অতিরিক্ত বৃষ্টিতে ফসলের ক্ষতি হওয়া ইত্যাদি। এখানে প্রথমটিতে সার ও ফসল দু’টি চলক এবং অন্যটিতে বৃষ্টি ও ফসল দু’টি চলক। চলকের পরিবর্তনের প্রকৃতি ভিন্ন রূপ হতে পারে। যেমন, একটি চলক বৃদ্ধি পেলে অন ̈টিতে হ্রাস/বৃদ্ধি পেতে পারে আবার একটি হ্রাস পেলে অন্যটি হ্রাস এবং দ্বিতীয়টিতে বৃদ্ধি পেতে পারে তাই সম্পর্কের প্রকৃতি অনুযায়ী সংশ্লেষকে ভিন্ন ভাবে ভাগ করা যায়:
১. ধনাত্মক
২. ঋণাত্মক

নির্ভরণ (Regression):

নির্ভরণ প্রক্রিয়াটি সর্ব প্রথম প্রখ্যাত জীব তত্ত্ববিদ স্যার ফেন্সিস গেলটন (১৮২২-১৯১১) প্রদান করেন। নির্ভরণ বিশ্লেষণে একটি চলকের পরিপ্রেক্ষিতে অপর চলকের যে গড় পরিবর্তন পরিলক্ষিত হয় তাহা বিশ্লেষণ করা হয়। নির্ভরণের শব্দ গত অর্থ হচ্ছে ‘‘গড় মানের দিকে আসা” অর্থাৎ নির্ভরণ, সম্পর্ক যুক্ত দু’টি চলকের একটির নির্দিষ্ট মানের জন্য অন্য চলকের গড় মান নির্ণয় করে। এ ভাবে সম্পর্কের সমীকরণের মাধ্যমে একটি চলকের যে কোন মানের জন্য অন্য নির্ভরশীল চলকের মানও নির্ণয় করে।

সংশ্লেষ ও নির্ভরণের মধ্যে পার্থক্য:

নির্ভরণ প্রক্রিয়াটি সর্ব প্রথম প্রখ্যাত জীব তত্ত্ববিদ স্যার ফেন্সিস গেলটন (১৮২২-১৯১১) প্রদান করেন। সংশ্লেষ ও নির্ভরণের মধ্যে পার্থক্য নিচে আলোচনা করা হয়েছে-