হাব ও সুইচের মধ্যে পার্থক্য

হাব (Hub):

দুই-এর অধিক কম্পিউটারের মধ্যে নেটওয়ার্ক তৈরি করতে হলে এমন একটি কেন্দ্রীয় ডিভাইসের দরকার হয়, যা প্রতিটি কম্পিউটারকে সংযুক্ত করতে পারে। এ ডিভাইসকে হাব বলে। হাব হচ্ছে নেটওয়ার্কভুক্ত কম্পিউটারসমূহকে পরস্পর কানেক্টেড বা সংযুক্ত করার জন্য একটি সাধারণ কানেক্টিং পয়েন্ট যা রিপিটার হিসেবে কাজ করে। হাবে অনেকগুলাে পাের্ট থাকে। একটি পাের্টের মাধ্যমে একটি কম্পিউটার নেটওয়ার্কের সাথে সংযুক্ত হয়।

হাবের অন্তর্ভুক্ত যেকোনাে কম্পিউটার থেকে কোনাে ডেটা প্রেরণ করলে তা সব পাের্টের কাছেই পৌছায়। ফলে নেটওয়ার্কভুক্ত সকল কম্পিউটারই উক্ত ডেটা গ্রহণ করতে পারে। হাবের দাম কম। হাবের মাধ্যমে ডেটা আদান-প্রদানে বাধার সম্ভাবনা থাকে।

সুইচ (Switch):

সুইচ হল বহু পোর্টবিশিষ্ট কম্পিউটার নেটওয়ার্ক ডিভাইস, যা তথ্য আদান-প্রদান করতে সাহায্য করে। বাইরে থেকে সুইচ দেখতে হাবের মতো মনে হলেও এটি ভিন্ন পদ্ধতিতে নেটওয়ার্কের ক্লায়েন্টের মধ্যে ডেটা আদান-প্রদান করে। সুইচ এক ধরনের নেটওয়ার্কিং ডিভাইসের আওতাধীন ডিভাইসগুলোকে একত্রে সংযুক্ত করে। আর এখানে ডিভাইস বলতে কম্পিউটার, প্রিন্টার ও স্ক্যানার ইত্যাদিকে বুঝায়। সুইচ এবং হাবের কাজ প্রায় একই ধরনের হয়। তবে হাবের কাছে প্রেরিত সিগন্যাল গ্রহণ করার পর তা একই সাথে সকল কম্পিউটারে পাঠায় অর্থাৎ সিগন্যাল ব্রডকাস্ট করে থাকে।

সুইচ প্রেরিত সিগন্যাল গ্রহণ করার পর এটি শুধুমাত্র টার্গেট করে পাঠায়। আর এজন্য সুইচ ইন্টেলিজেন্ট ডিভাইসও বলা হয়। এছাড়াও সুইচ দুর্বল সিগনালকে এমপ্লিফাই কিংবা বর্ধিত করে টার্গেট কম্পিউটারে পাঠিয়ে থাকে।

হাব ও সুইচের মধ্যে পার্থক্যঃ

দুই-এর অধিক কম্পিউটারের মধ্যে নেটওয়ার্ক তৈরি করতে হলে এমন একটি কেন্দ্রীয় ডিভাইসের দরকার হয়। হাব ও সুইচের মধ্যে পার্থক্য নিচে দেওয়া হলোঃ

১। দুই-এর অধিক কম্পিউটারের মধ্যে নেটওয়ার্ক তৈরি করতে হলে এমন একটি কেন্দ্রীয় ডিভাইসের দরকার হয়, যা প্রতিটি কম্পিউটারকে সংযুক্ত করতে পারে। এ ডিভাইসকে হাব বলে। অন্যদিকে, সুইচ হল বহু পোর্টবিশিষ্ট কম্পিউটার নেটওয়ার্ক ডিভাইস, যা তথ্য আদান-প্রদান করতে সাহায্য করে।

২। নেটওয়ার্কের কম্পিউটারগুলোকে যুক্ত করার জন্য হাব ব্যবহৃত হয়। অন্যদিকে, নেটওয়ার্কের সকল কম্পিউটারকে যুক্ত করতে সুইচ ব্যবহৃত হয়।

৩। হাবের তুলনামূলক দাম কম। অন্যদিকে, সুইচের মূল্য হাবের থেকে একটু বেশি।

৪। হাব নির্দিষ্ট ঠিকানা অনুযায়ী তথ্য পাঠাতে পারে না। অন্যদিকে, সুইচ নির্দিষ্ট ঠিকানা অনুযায়ী তথ্য পাঠাতে পারে।

৫। হাবের কাজের গতি কম। অন্যদিকে, সুইচের গতি হাবের থেকে বেশি।

৬। হাব কমসংখ্যক কম্পিউটার যুক্ত করতে পারে। অন্যদিকে, সুইচ হাবের তুলনায় বেশি সংখ্যক কম্পিউটার যুক্ত করতে পারে।

৭। হাবের কনফিগারেশন সহজ। অন্যদিকে, সুইচের কনফিগারেশন একটু জটিল।