Object ও Complement এর মধ্যে পার্থক্য

Object:

Verb এর আগের অংশ যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে পরের অংশকে Complement না বলে Object বলে। যদি শুধুমাত্র ‘কি’ দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় তাহলে বাক্যে Object আছে একটি। যদি শুধুমাত্র ‘কাকে’ দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় তাহলেও বাক্যে Object আছে একটি। আর যদি একটি বাক্যের Verb কে পৃথক ভাবে ‘কি’ বা ‘কাকে’ দ্বারা দুটি প্রশ্ন করলে আলাদা দুটি উত্তর পাওয়া যায় তবে ঐ বাক্যে Object আছে দুটি। আবার যদি ‘কি’ বা ‘কাকে’ দ্বারা প্রশ্ন করলে একটিও উত্তর না পাওয়া যায় তবে ঐ বাক্যে কোন Object নেই। উদাহরণ-

I drink water every morning.
Juli loves Salman.
Tania gives Shiam a red rose.
Riju swims in the river.

Complement:

Verb এর আগের অংশ ও পরের অংশ একে অপরকে নির্দেশ করে তাহলে পরের অংশকে আমরা Object না বলে আমরা Complement বলে। He is a boy. বাক্যটিতে He হলো Subject. কিন্তু a boy object নয়। কারণ He a boy কে নিয়ে কোন কাজ করছে না। Subject যা নিয়ে কিছু করে তাকে বলে Object. সুতরাং a boy এখানে object নয়। a boy হল he এরই অন্য একটি পরিচয়। he যে a boy ও সে। অর্থাৎ He= a boy. সুতরাং a boy হলো he এর Complement বা পরিপূরক।

Object ও Complement এর মধ্যে পার্থক্যঃ

Object ও Complement কিছু কিছু বিষয়ে মিল থাকলেও এদের মধ্যে অধিকাংশ বিষয়ে অমিল রয়েছে। তাই Object ও Complement এর মধ্যে পার্থক্য নিচে দেখানো হয়েছে-

১।Verb এর আগের অংশ যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে পরের অংশকে Complement না বলে Object বলে। অন্যদিকে, Verb এর আগের অংশ ও পরের অংশ একে অপরকে নির্দেশ করে তাহলে পরের অংশকে আমরা Object না বলে আমরা Complement বলে।

২। OBJECT-এর সাথে VERB- এর সম্পর্ক বিদ্যমান। অন্যদিকে, COMPLEMENT-এর সাথে SUBJECT-এর সম্পর্ক বিদ্যমান।

৩। SUBJECT এবং OBJECT দুটো ভিন্ন ভিন্ন ব্যক্তি বা বস্তু। অন্যদিকে, SUBJECT ও COMPLEMENT একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে।

৪। TRANSITIVE VERB-এর পরে OBJECT বসে। অন্যদিকে, LINKING VERB-এর পরে COMPLEMENT বসে।

৫। OBJECT যুক্ত বাক্যকে PASSIVE VOICE করা যায়। অন্যদিকে, COMPLEMENT যুক্ত বাক্যকে PASSIVE VOICE করা যায় না।