ফিউজ এবং আইসোলেটর এর মধ্যে পার্থক্য

ফিউজ (Fuse):

ফিউজ হচ্ছে স্বল্পদৈর্ঘ্যের অনেক সরু ও কম গলনাঙ্ক বিশিষ্ট পরিবাহী তার যা বৈদ্যুতিক সার্কিটে সংযুক্ত থেকে নির্দিষ্ট পরিমান কারেন্ট অনির্দিষ্টকাল বহন করতে পারে। যখন সার্কিটে অতিরিক্ত পরিমাণ কারেন্ট প্রবাহ হয় তখন ফিউজ তার অপারেশন শুরু করে। নির্ধারিত পরিমানের চেয়ে অতিরিক্ত বেশি কারেন্ট প্রবাহিত হলেই ফিউজ নিজে গলে গিয়ে বর্তনীর ত্রুটিপূর্ণ অংশকে সোর্স থেকে বিচ্ছিন্ন করে দেয়।

আইসোলেটর (Isolator):

আইসোলেটর এক ধরনের সুইচ, যা অফলাইনে অপারেটিং করা হয়। বৈদ্যুতিক সাবস্টেশনের বিভিন্ন যন্ত্রপাতি বিশেষ করে ট্রান্সফরমারকে নো-লোড অবস্থায় বা সামান্য লোড অবস্থায় লাইন হতে বিচ্ছিন্ন করার জন্য আইসোলেটর ব্যবহার করা হয়। অর্থাৎ আইসোলেটর এক ধরনের সুইস, যা অফলাইনে অপারেটিং করা হয়। মেইন লাইনের সঙ্গে সংযুক্ত যন্ত্রপাতি মেরামতের উদ্দেশ্যে যন্ত্রপাতিকে মেইন লাইন হতে বিচ্ছিন্ন করার জন্য এবং ট্রন্সমিশন লাইনের চার্জিং কারেন্টকে অফ করার জন্য আইসোলেটর ব্যবহার করা হয়।

ফিউজ এবং আইসোলেটর এর মধ্যে পার্থক্যঃ

ফিউজ এবং আইসোলেটর দুটিই অপারেটিং সিস্টেম হলেও এদের মধ্যে বৈশিষ্ট্যগত অনেক পার্থক্য রয়েছে। ফিউজ এবং আইসোলেটর এর মধ্যে পার্থক্য নিম্নরূপ-

১। ফিউজ হচ্ছে স্বল্পদৈর্ঘ্যের অনেক সরু ও কম গলনাঙ্ক বিশিষ্ট পরিবাহী তার যা বৈদ্যুতিক সার্কিটে সংযুক্ত থেকে নির্দিষ্ট পরিমান কারেন্ট অনির্দিষ্টকাল বহন করতে পারে। অন্যদিকে, আইসোলেটর এক ধরনের সুইচ, যা অফলাইনে অপারেটিং করা হয়।

২। ফিউজ বর্তনীর অস্বাভাবিক অবস্থায় ফিউজ তার গলে গিয়ে বর্তনীকে বিচ্ছিন্ন করতে পারে। অন্যদিকে, আইসোলেটর অস্বাভাবিক বা স্বাভাবিক অবস্থায় স্বয়ংক্রিয় ভাবে বর্তনীকে বিচ্ছিন্ন করতে পারে না।

৩। ফিউজে কোন সুইচ নেই তবে ফিউজ পুলার বা হাত দিয়ে খোলে ও বন্ধ করে স্বাভাবিক অবস্থায় সার্কিটে সংযোগ বা বিচ্ছিন্ন করা যায় কিন্তু তা বিপদজনক। অন্যদিকে, আইসোলেটরের অপারেশন শুধু মাত্র অনুদ্যমশীল অবস্থায়ই সম্ভব। তবে অল্প কারেন্ট প্রবাহের ক্ষেত্রে চালু অবস্থায় খোলা বা বন্ধ করা যায়।

৪। ফিউজ ত্রুটি চিহ্নিত করন ও ত্রুটি দূরীকরণ উভয়ই একইসঙ্গে করে থাকে। অন্যদিকে, আইসোলেটর এর এ ধরনের কোন ক্ষমতা নেই।

৫। ফিউজ এর অপারেটিং টাইম সার্কিট ব্রেকারের চেয়ে অনেক কম। অন্যদিকে, আইসোলেটর এর অপারেটিং টাইম বলতে কিছু নেই।

৬। ফিউজে স্ফুলিঙ্গ নিবারনের ব্যবস্থা না থাকায় সাধারণত উচ্চ ভোল্টেজ লাইনে ব্যবহার করা যায় না। অন্যদিকে, আইসোলেটর শুধু মাত্র সার্কিট ব্রেকারের আগে ও পরে লো এবং হাই ভোল্টেজ লাইনে ব্যবহার করা হয়।

৭। ফিউজে তেমন কোন রক্ষণাবেক্ষণের প্রয়োজন হয় না। অন্যদিকে, আইসোলেটরকে তেমন কোন রক্ষণাবেক্ষণের প্রয়োজন হয় না।

৮। ফিউজে আর্ক নির্বাপণের বিশেষ ব্যবস্থা থাকে না। অন্যদিকে, আইসোলেটর চালু অবস্থায় ওপেন করতে গেলে আরকিং হয় এবং প্রতিরোধের জন্য কোন ব্যবস্থা নেই। তাছাড়া এটি চালু অবস্থায় খোলা বা বন্ধ করা যায় না।

৯। ফিউজের গঠন সহজ এবং দামও কম। অন্যদিকে, আইসোলেটর এর গঠন সহজ এবং দাম কম কিন্তু ফিউজের চেয়ে দাম বেশী।