উৎপাদক ও বিয়োজক এর মধ‍্যে পার্থক‍্য

উৎপাদক (Producer) :
বাস্তুতন্ত্রের অন্তর্গত যে সমস্ত উপাদান সৌরশক্তি শোষণ করে বিভিন্ন অজৈব উপাদান সহযোগে নিজেদের দেহে জটিল খাদ্য প্রস্তুতিতে সক্ষম, তাদের উৎপাদক বলে। সবুজ উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা তৈরি করে আর উপজাত হিসেবে অক্সিজেন নির্গত করে। অর্থাৎ উৎপাদক হলো সবুজ উদ্ভিদগুলো। এরা নিজেরাই নিজের খাবার তৈরি করতে পারে বলে অন্য জীবের ওপর এদের নির্ভর করতে হয় না। তাই এদের স্বভোজী উদ্ভিদ বলা হয়।

বিয়োজক (Distributor) :
অন্যদিকে,বাস্তুতন্ত্রের অন্তর্গত যে সমস্ত উপাদান মৃতজীবী অর্থাৎ যারা মৃত উদ্ভিদ ও প্রাণী দেহ বিয়োজিত করে তাকে সরল রাসায়নিক উপাদানে পরিণত করে, তাদের বিয়োজক বলে। যারা উদ্ভিদ ও প্রাণীর বর্জ্য এবং মৃতদেহ থেকে খাদ্য গ্রহণ করে এবং এসব বর্জ্যকে বিয়োজিত করে মাটি বা পানির সঙ্গে মিশিয়ে ফেলে, তাদের বিয়োজক বলা হয়। যেমন—ছত্রাক, ব্যাকটেরিয়া, আণুবীক্ষণিক জীব।

উৎপাদক ও বিয়োজক এর মধ‍্যে পার্থক‍্যঃ
বাস্তুতন্ত্রের উপাদানগুলোর মধ্যে জীব উপাদান সবচেয়ে বৈচিত্র্যময়। উৎপাদক ও বিয়োজক এর মধ‍্যে গুরুত্বপূর্ন পার্থক্য রয়েছে। নিচে উভয়ের মধ্যে পার্থক্য দেখানো হয়েছে-

১. বাস্তুতন্ত্রের অন্তর্গত যে সমস্ত উপাদান সৌরশক্তি শোষণ করে বিভিন্ন অজৈব উপাদান সহযোগে নিজেদের দেহে জটিল খাদ্য প্রস্তুতিতে সক্ষম, তাদের উৎপাদক বলে। অন্যদিকে,বাস্তুতন্ত্রের অন্তর্গত যে সমস্ত উপাদান মৃতজীবী অর্থাৎ যারা মৃত উদ্ভিদ ও প্রাণী দেহ বিয়োজিত করে তাকে সরল রাসায়নিক উপাদানে পরিণত করে, তাদের বিয়োজক বলে।

২. উৎপাদকরা স্বভোজি শ্রেণীর। অন্যদিকে, বিয়োজকরা মৃতজীবী শ্রেণীর।

৩. ক্লোরোফিলের উপস্থিতি-কয়েকটি রাসায়নিক সংশ্লেষকারি ব্যাকটেরিয়া ব্যতীত প্রায় সকল উৎপাদকের দেহে ক্লোরোফিল থাকে। অন্যদিকে, বিয়োজকের দেহে ক্লোরোফিল থাকে না।

৪. উৎপাদকেরা সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে নিজেদের দেহে স্থৈতিক শক্তিরূপে সঞ্চয় করতে পারে। অন্যদিকে, বিয়োজকরা করে নিজেদের দেহে সৌরশক্তি সঞ্চয় করতে পারে না।

৫. উৎপাদকেরা অক্সিজেন উৎপাদন করতে পারে। অন্যদিকে, বিয়োজকরা অক্সিজেন উৎপাদন করতে পারে না।

৬. উৎপাদকেরা সালোকসংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে নিজেদের দেহে পুষ্টির যোগান দেয়। অন্যদিকে, বিয়োজকরা মৃত উৎপাদক ও খাদকের দেহাবশেষ থেকে পুষ্টিরস শোষণ করে নিজেদের দেহে পুষ্টির যোগান দেয়।

৭. উৎপাদকেরা পরিবেশ থেকে সরল অজৈব উপাদান গ্রহণ করে জটিল খাদ্য উৎপাদন করে। অন্যদিকে, বিয়োজকরা মৃত জীবদেহের পচন বা বিয়োজন ঘটিয়ে জটিল জৈব উপাদানকে সরল জৈব উপাদানে পরিণত করে।

৮. সকল প্রকার সবুজ উদ্ভিদ হল উৎপাদকের উদাহরণ। অন্যদিকে, বিভিন্ন ধরনের ছত্রাক, ব্যাকটেরিয়া ইত্যাদি হল বিয়োজকের উদাহরণ।