প্রোফেজ ও টেলোফেজ এর মধ্যে পার্থক্য

প্রোফেজ (Prophase):

প্রোফেজ মাইটোসিসের প্রথম পর্যায়। এ পর্যায়ে কোষের নিউক্লিয়াস আকারে বড় হয়। ক্রোমোজোম থেকে পানি হ্রাস পেতে থাকে। ফলে ক্রোমোজোমগুলো ক্রমান্বয়ে সংকুচিত হয়ে মোটা ও খাটো হতে শুরু করে। ক্রমাগত জল বিয়োজনের ফলে ক্রোমোসোম গুলোতে রঞ্জন ধারণ ক্ষমতা বৃদ্ধি পায় এবং রঞ্জন করলে এরা আলোক অনুবীক্ষণেই দৃষ্টিগোচর হয়। এ পর্যায়ে প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রামিয়ার ব্যতীত দুটি ভাগে ভাগ হয়ে ক্রোমাটিড উৎপন্ন করে। এক্ষেত্রে ক্রোমোজোম গুলো অনুদৈর্ঘ্যে দুটি সূত্রে বিভক্ত থাকে। এ পর্যায়ের শেষের দিকে নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটে। এ পর্যায়ের ধারাবাহিক কর্মকান্ডে কোনরূপ গুণগত পার্থক্য ঘটে না।

তাই এ পর্যায়কে কোন উপ-পর্যায়ে বিভক্ত করা হয় না। এ পর্যায় স্বল্প স্থায়ী। ক্রোমোমিয়ার দেখা যায় না। কোনো প্রকার কায়াজামা ও ক্রসিং ওভার ঘটে না। সমসংস্থ ক্রোমোজমের মধ্যে কোনো প্রকার সিন্যাপসিস ঘটে না। ক্রোমোটিডের মধ্যে অংশের কোনোরূপ বিনিময় ঘটে না। তাই জিন বিন্যাসের কোনো পরিবর্তন হয় না।

টেলোফেজ (Telophase):

প্রোফেজ পর্যায়ে সংঘটিত ঘটনা সমূহের ঠিক বিপরীত অবস্থা পরিলক্ষিত হয় টেলোফেজ পর্যায়ে। এ পর্যায়ে ক্রোমোজোমগুলিতে পুনরায় পানিযোজন (hydration) শুরু হয়। ফলে ক্রোমোজোমগুলি প্রসারিত হতে থাকে অর্থাৎ ক্রোমোজোমগুলি সরু ও লম্বা হতে থাকে এবং ক্রমান্বয়ে অদৃশ্য হতে থাকে। পরে কোষের দুমেরুতে ক্রোমোজোমের চারপার্শ্বে নতুন নিউক্লিয়-পর্দা সৃষ্টি হয় এবং নিউক্লিয়ার অরগানাইজার থেকে নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিওলাস সৃষ্টি হয়। এরফলে দুমেরুতে দুটি অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি হয়।

প্রোফেজ ও টেলোফেজ এর মধ্যে পার্থক্যঃ

প্রোফেজ মাইটোসিসের প্রথম পর্যায়। এ পর্যায়ে কোষের নিউক্লিয়াস আকারে বড় হয়। প্রোফেজ ও টেলোফেজ এর মধ্যে পার্থক্য নিচে দেখানো হয়েছে-

১। প্রোফেজ মাইটোসিসের প্রথম পর্যায়। এ পর্যায়ে কোষের নিউক্লিয়াস আকারে বড় হয়। অন্যদিকে, প্রোফেজ পর্যায়ে সংঘটিত ঘটনা সমূহের ঠিক বিপরীত অবস্থা পরিলক্ষিত হয় টেলোফেজ পর্যায়ে।

২। প্রোফেজ ধাপে নিউক্লিয়াস আকারে বড় হয় এবং এ ধাপের শেষে নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হয়। অন্যদিকে টেলোফেজ ধাপে ক্রোমোসোম গুলো দুবিপরীত মেরুতে অবস্থান নেয় এবং একসময় কোষটি দুভাগে বিভক্ত হয়।

৩। প্রোফেজ- ১-এ পর্যায়টি দীর্ঘস্থায়ী। এ পর্যায়ে নিউক্লিয়াসটি আকারে বৃদ্ধি পায় এবং ক্রোমোজোমের উঘঅ এর পরিমাণ প্রায় দ্বিগুণ হয়। অন্যদিকে, টেলোফেজ- ১ পর্যায়ে প্রতিটি কোষ মেরুতে অবস্থিত ক্রোমোসোমে (n) মাইটোসিসের টেলোফেজের অনুরূপ পরিবর্তন দেখা যায়, অর্থাৎ ক্রোমোজোমের চারিদিকে আবার নিউক্লিয়ার মেমব্রেন এবং ভিতরে নিউক্লিওলাসের আবির্ভাব ঘটে।

৪। প্রোফেজ ক্রোমোজোম থেকে পানি হ্রাস পেতে থাকে। ফলে ক্রোমোজোমগুলো ক্রমান্বয়ে সংকুচিত হয়ে মোটা ও খাটো হতে শুরু করে। অন্যদিকে, টেলোফেজ ফলে ক্রোমোজোমগুলি প্রসারিত হতে থাকে অর্থাৎ ক্রোমোজোমগুলি সরু ও লম্বা হতে থাকে এবং ক্রমান্বয়ে অদৃশ্য হতে থাকে।