জাহাজ ও লঞ্চ-এর মধ্যে পার্থক্য

জাহাজ (Ship):

জাহাজ এক ধরনের বৃহদাকার জলযান যা নদী কিংবা সমুদ্রে চলাচলের উপযোগী করে যাত্রী কিংবা মালামাল পরিবহনের কাজে ব্যবহার করা হয়। আধুনিক সভ্যতার বিস্তারে জাহাজের অবদান অনস্বীকার্য। এখন পর্যন্ত জাহাজ তথা নৌপরিবহনই সবচেয়ে সস্তা পরিবহন হিসেবে বিবেচিত হয়। পূর্বের ভেলাজাতীয় ও পালতোলা নৌযান বর্তমানে পানির নীচ দিয়ে চলাচলেরও ক্ষমতাসম্পন্ন হয়েছে।

লঞ্চ (Launch):

লঞ্চ হচ্ছে একধরনের উন্মুক্ত মোটরনৌযান। লঞ্চের সম্মুখ অংশ আবৃত থাকতে পারে। ছোট ছোট যানবাহনসমূহে ইঞ্জিন প্রচলন শুরু হওয়ার পর, লঞ্চই ছিল সবথেকে বড় বাহন যা পাল তুলে বা দাড় বেয়ে ভাসমান নৌযানগুলোকে পরিচালনার কাজে ব্যবহার হত। প্রতিযোগিতামূলক নৌকাবাইচে, লঞ্চ হচ্ছে একটি মোটরচালিত নৌকা যা একজন কোচের অধীনে প্রশিক্ষণ দেয়া হয়।

জাহাজ ও লঞ্চ-এর মধ্যে পার্থক্যঃ

জাহাজ এক ধরনের বৃহদাকার জলযান যা নদী কিংবা সমুদ্রে চলাচলের উপযোগী করে। জাহাজ ও লঞ্চ-এর মধ্যে পার্থক্য নিচে আলোচনা করা হয়েছে-

১। জাহাজ এক ধরনের বৃহদাকার জলযান যা নদী কিংবা সমুদ্রে চলাচলের উপযোগী করে যাত্রী কিংবা মালামাল পরিবহনের কাজে ব্যবহার করা হয়। অন্যদিকে, লঞ্চ হচ্ছে একধরনের উন্মুক্ত মোটরনৌযান।

২। জাহাজ সাধারণত সমুদ্র, মহাসমুদ্রে চলার জন্য উপযোগী করে তৈরি করা হয়। কারণ সমুদ্রের ২/৩ তলা বিল্ডিংয়ের সমান উচু ঢেউর সাথে যুদ্ধ করতে পারে এমন করে। অন্যদিকে, লঞ্চ সাধারণত নদীতে চলার উপযোগী করে তৈরি করা হয়। ছবিতে দেখা যাচ্ছে নদীর পানি থেকে লঞ্চের প্রথম ডেকের উচ্চতা বেশি না! তাই ঝড়, তুফান বড় আকারের হলে ঢেউয়ের তোড়ে প্রায়ই লঞ্চপুবির ঘটনা ঘটতে শোনা যায়।

৩। জাহাজ আকারে বড়। অন্যদিকে, লঞ্চ আকারে ছোট।