গ্রামীণ হাট ও বাজারের মধ্যে পার্থক্য

গ্রামীণ হাট:

গ্রামীণ জীবনযাত্রায় হাট একটি গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশের সব গ্রামে হাট না থাকলেও বেশির ভাগ বড় গ্রামে হাট বিদ্যমান। একে বাদ দিয়ে গ্রামের লোকদের জীবনযাত্রা, গ্রামের লোকদের অর্থনৈতিক কার্যক্রম চিন্তা করাও সম্ভব নয়। যেসব জায়গায় প্রতিদিন দোকান বসে এবং বেচাকেনার জন্য লোকসমাগম হয়, সেসব জায়গাকে বলে বাজার। কিন্তু যেখানে সপ্তাহে দু-একদিন কেনাবেচা হয় সেসব জায়গাকে বলে হাট। হাটেই জিনিসপত্র বেশি আসে এবং ক্রেতা-বিক্রেতার সমাগম বেশি ঘটে।

বাজার:

বাজার এমনি একটি লেনদেন পদ্ধতি, সংস্থা, সামাজিক সম্পর্ক অথবা পরিকাঠামো যেখানে মানুষ বস্তু বা অন্য কর্ম-দক্ষতা বিনিময় করে সামগ্রিক অর্থনীতিতে অংশগ্রহণ করে। এটি ক্রেতা এবং বিক্রেতার মধ্যে সরাসরি সংযোগ স্থাপনকারী একটি কর্ম ব্যবস্থা। প্রতিযোগিতা যেকোনো বাজারের একটি অপরিহার্য অংশ। বাজার সৃষ্টি করতে হলে ন্যুনতম তিন পক্ষের প্রয়োজন, যাতে করে কমপক্ষে যেকোনো একদিকে প্রতিযোগিতা বিদ্যমান থাকে।

বিভিন্ন প্রকারের বাজার আয়তন, পরিধি, ভৌগোলিক অবস্থান, পরিচালনকারী সম্প্রদায়, বস্তু বা কর্ম দক্ষতার ভিত্তিতে বিভক্ত করা যায়। যেমনঃ গ্রাম গঞ্জের সাপ্তাহিক কৃষি পণ্যের হাট, বিপনী বিতান, বৃহৎ বিপণন কেন্দ্র, আন্তর্জাতিক মুদ্রা ও পণ্য বাজার, শেয়ার বাজার ইত্যাদি।

গ্রামীণ হাট ও বাজার এর মধ্যে পার্থক্য:

গ্রামীণ জীবনযাত্রায় হাট একটি গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশের সব গ্রামে হাট না থাকলেও বেশির ভাগ বড় গ্রামে হাট বিদ্যমান। গ্রামীণ হাট ও বাজার এর মধ্যে পার্থক্য নিম্নরূপ-

১। গ্রামের যে নির্দিষ্ট স্থানে ক্রেতা ও বিক্রেতা নির্দিষ্ট দিনে ও সময়ে মিলিত হয় তাকে গ্রামীণ হাট বলে। অন্যদিকে গ্রামের যে স্থানে কিছু নির্দিষ্ট দোকান থাকে এবং দিনের যে কোন সময় কেনা বেচা হয় তাকে বাজার বলে।

২। হাটের দিন ছাড়া এ স্থান শূন্য পরে থাকে। অন্যদিকে সপ্তাহে প্রতিদিন বাজার ব্যস্ত থাকে।

৩। গ্রামীণ জনগোষ্ঠীর চাহিদার সঙ্গে হাট সঙ্গতিপূর্ণ নয়। অন্যদিকে গ্রামীণ জনগোষ্ঠীর চাহিদার সঙ্গে বাজার সঙ্গতিপূর্ণ।

৪। হাটে সপ্তাহে ১/২ দিন বিনিময় সংঘটিত হয়। অন্যদিকে বাজারে সপ্তাহে প্রতিদিন বিনিময় সংঘটিত হয়।

৫। হাটে দ্রুত পচনশীল দ্রব্যসামগ্রী বিনিময় এর সুবিধা দিতে পারে না। অন্যদিকে বাজারে দ্রুত পচনশীল দ্রব্যসামগ্রী বিনিময় এর সুবিধা দিয়ে থাকে।

৬। বেশির ভাগ হাটে অস্থায়ী ছাউনি দেখা যাই । অন্যদিকে বাজারে স্থায়ী দোকানঘর ও গুদাম দেখা যাই।

৭। একধরনের সমঝোতার মাধ্যমে হাট বসার দিনক্ষণ নির্ধারিত হয়। অন্যদিকে বাজারগুলো স্থায়ী ভাবে যেকোনো দিন নিয়মিত বসে।

৮। হাটের ক্রেতারা খুব দুর থেকে আসেনা বরং তার বিক্রেতারা দূরবর্তী স্থান থেকে আসে। অন্যদিকে বাজারে ক্রেতা ও বিক্রেতা নিকট ও দুর উভয় স্থান থেকেই আসে।

৯। হাট সাময়িক ভাবে বসে। অন্যদিকে বাজার স্থায়ী ভাবে বসে।


লাইফস্টাইল সংক্রান্ত আরো পার্থক্য পড়ুনঃ Lifestyle

আরোও পার্থক্য পড়ুনঃ রম্বস ও সামান্তরিকের মধ্যে পার্থক্যকার্ডিয়াক এবং কঙ্কাল পেশীর মধ্যে পার্থক্যসম্পাদ্য এবং উপপাদ্যের মধ্যে পার্থক্যতথ্য ও উপাত্তের মধ্যে পার্থক্যগণিত এবং ফলিত গণিতের মধ্যে পার্থক্য