সীমানা ও সীমান্ত এর মধ্যে পার্থক্য

সীমানাঃ

সীমানা হল কোনো স্থানের ভৌগোলিক সীমানা, যা হয় মহাসাগর বা এধরণের ভৌগোলিক বৈশিষ্ট্য দ্বারা নির্ধারিত, বা সরকার, সার্বভৌম রাষ্ট্র, সংঘবদ্ধ রাজ্য, প্রশাসনিক বিভাগ এবং অন্যান্য শাসনতন্ত্রিক সত্ত্বার মতো রাজনৈতিক বিষয়াবলী দ্বারা আরোপিত। সীমানাগুলি যুদ্ধ, উপনিবেশীকরণ বা অঞ্চলগুলিতে বসবাসকারী রাজনৈতিক সত্ত্বাদের মধ্যে সম্পাদিত সরল প্রতীকী চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত হয়; এই চুক্তিগুলির সৃষ্টিকে বলা হয় সীমানার সীমানির্দেশ।

কিছু সীমানা যেমন, বেশিরভাগ রাষ্ট্রের অভ্যন্তরীণ প্রশাসনিক সীমানা বা সেনজেন অঞ্চলের মধ্যে আন্তঃরাষ্ট্র সীমানা উম্মুক্ত এবং সম্পূর্ণরূপে প্রহরা-বিহীন। অধিকাংশ বাহ্যিক সীমানার আংশিক বা সম্পূর্ণ অংশই নিয়ন্ত্রিত হয়ে থাকে এবং আইনীভাবে কেবল নির্ধারিত সীমান্ত চৌকিগুলি দিয়ে পার হওয়া যায় ও সীমান্ত অঞ্চলগুলিও নিয়ন্ত্রণ করা হতে পারে।

সীমান্তঃ

মেরু দেশি উচ্চচাপ বলয় থেকে প্রবাহিত শীতল মেরু বায়ু এবং ক্রান্তি উচ্চচাপ বলয় থেকে প্রবাহিত উষ্ণ বায়ু যে অঞ্চল বরাবর পরস্পরের সাথে মিলিত হয় সেই বিরল কি সীমান্ত বলে। অথাৎ বলা যায় যে, সীমানা দ্বারা ভিন্ন তাপমাত্রা ও ভিন্ন ঘনত্ব বিশিষ্ট দুটি বায়ুপুঞ্জ পৃথক থাকে, তাকে সীমান্ত বলে। উষ্ণ বায়ু সক্রিয় হয়ে উষ্ণ বায়ুপ্রাচীর বা সীমান্তের সৃষ্টি করে। আবার যে সীমান্ত বরাবর শীতল বায়ুপুঞ্জটি অধিক সক্রিয় হয় তাকে শীতল সীমান্ত বলে।

সীমানা ও সীমান্ত এর মধ্যে পার্থক্য:

বাফার এলাকা স্থাপনকেও সীমানা উৎসাহিত করতে পারে। বিদ্যায়তনিক এ ক্ষেত্রে সীমানা এবং সীমান্তের মধ্যে পার্থক্য প্রতিষ্ঠিত হয়েছে তা নিম্নরুপ-

১। সীমান্ত যেকোনো রাষ্ট্রের প্রান্তীয় এলাকা নির্দেশ করে। অন্যদিকে সীমানা হছে একটি রৈখিক অবয়ব, জয়া রাষ্ট্রের প্রান্ত বা শেষ সীমা নির্দেশ করে।

২। সীমান্ত সুনির্দিষ্ট নয় এবং আইনানুগ ভিত্তি নেই। অন্যদিকে সীমানা সুনির্দিষ্ট এবং আইনানুগ ভিত্তি রয়েছে।

৩। সীমান্ত ভৌগোলিক এলাকা হওয়ায় এখানে জনবসতি গড়ে উঠতে পারে। অন্যদিকে সীমানা জ্যামিতিক বা রৈখিক বলে সীমানায় জনবসতি গড়ে উঠতে পারে না।

৪। দুর্গম ও দূরান্তে অবস্থিত সীমান্ত কেন্দ্রাতিগ শক্তির পরিচায়ক । অন্যদিকে সীমানা রাষ্ট্রের কেন্দ্রাতিগ শক্তির তীব্রতার পরিচায়ক।

৫। সীমান্ত হচ্ছে বহিঃস্থ দিকস্থিতি। অন্যদিকে সীমানা হচ্ছে অন্তঃস্থ দিকস্থিতি।

৬। সীমান্ত এলাকাই বিভিন্নমুখী জীবন ধারার পারস্পারিক অনুপ্রবেশের মাধ্যমে আন্তরাষ্ট্রীয় সহযোগিতা গড়ে উঠে। অন্যদিকে সীমানা যেকোনো রাষ্ট্রের পৃথক সত্তার সুস্পষ্ট নির্দশন।

৭। সীমান্ত এলাকা কার্যত স্বাধীন ও অপরিবর্তনীয়। অন্যদিকে কেন্দ্রীয় সরকারের নির্দেশে সীমানার সৃষ্টি ও পরিবর্তন হয় এবং প্রহরার ব্যবস্থা গৃহীত হয় ।


ভূগোল সংক্রান্ত আরো পার্থক্য পড়ুনঃ Geography


আরোও পার্থক্য পড়ুনঃ রম্বস ও সামান্তরিকের মধ্যে পার্থক্যকার্ডিয়াক এবং কঙ্কাল পেশীর মধ্যে পার্থক্যসম্পাদ্য এবং উপপাদ্যের মধ্যে পার্থক্যতথ্য ও উপাত্তের মধ্যে পার্থক্যগণিত এবং ফলিত গণিতের মধ্যে পার্থক্য