পরিবহণ ও সংবহনের মধ্যে পার্থক্য

পরিবহন (Transport):

উদ্ভিদ পরিবহন বলতে মাটি থেকে শোষিত পানি ও খনিজ লবণ এবং পাতায় প্রস্তুত খাদ্যের চলাচলকে বোঝায়। জাইলেম ভেসেলের মাধ্যমে পানি ও খনিজ লবণ উদ্ভিদ ওপরের দিকে ওঠে। প্রস্বেদন টান, কৈশিক শক্তি ও মূলজ চাপের ফলে কোষরস উদ্ভিদের পাতায় পৌঁছে যায় বলে বিজ্ঞানীরা ধারণা করেন। অন্যভাবে বলা যায় যে, উদ্ভিদের পরিবহন বলতে উদ্ভিদের খনিজ লবণ ও পানির শোষন এবং পাতায় তৈরি খাদ্যের সারা দেহে প্রবাহকে বোঝায়।

উদ্ভিদের পরিবহন বলতে প্রধানত ঊর্ধ্বমুখী ও নিন্মমুখী পরিবহনকে বোঝায়। জাইলেমের মাধ্যমে উদ্ভিদের দেহে রসের ঊর্ধ্বমুখী পরিবহন হয়। আবার ফ্লোয়েমের মাধ্যমে পাতায় তৈরি খাদ্যরসের নিন্মমুখী পরিবহন হয়। উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশের জন্য বিভিন্ন ধরনের খনিজ লবণ আবশ্যক। তাই এই খনিজ লবণগুলোকে মাটি থেকে উদ্ভিদের বিভিন্ন অঙ্গে পৌঁছে দেওয়ার জন্য পরিবহন আবশ্যক।

সংবহন (Circulation):

যে বিশেষ পদ্ধতিতে বহু কোষী জীবের প্রতিটি সজীব কোষে সুনির্দিষ্ট পথে খাদ্য বস্তু, অক্সিজেন, হরমন, ভিটামিন, প্রভৃতি প্রেরিত হয় এবং কোষ থেকে উৎপন্ন বর্জ্য পদার্থ সমুহ অপসারিত হয়ে দেহের নির্দিষ্ট অঙ্গে পৌঁছায় থাকে সংবহন বলে। উদ্ভিদ দেহে সালোকসংশ্লেষের মাধ্যমে প্রস্তুত তরল খাদ্য ফ্লোয়েম কলার মাধ্যমে এবং উন্নত প্রাণীদের ক্ষেত্রে পৌষ্টিক নালী থেকে শোষিত সরল খাদ্য উপাদান রক্তের মাধ্যমে সজীব কোষে পৌঁছায়। সংবহনের প্রধান উদ্দেশ্য শ্বাস অঙ্গের মাধ্যমে অক্সিজেন সংগ্রহ করে, তাকে প্রতিটি কোষে পৌঁছে দেওয়া এবং কোষের শ্বসনের ফলে উৎপন্ন CO2 কে শ্বাস অঙ্গে বহন করে এনে পরিবেশে ত্যাগ করে। প্রাণীদেহে সংবহন তন্ত্র দুই প্রকার যথা-

১৷ রক্ত সংবহন তন্ত্র ,
২৷ লসিকা সংবহন তন্ত্র

উদ্ভিদ দেহে বিভিন্ন অগ্রগতি অংশ থেকে এবং প্রাণী দেহে বিভিন্ন অন্তক্ষরা গ্রন্থি থেকে উৎপন্ন হরমোন সংবহনের মাধ্যমে বিভিন্ন কোষে পৌঁছায়। কোষে উৎপন্ন বিপাকজাত বর্জ্য পদার্থ সমুহ সংবহনের ফলে রেচন অঙ্গে পৌঁছায়। দেহে প্রয়োজন অতিরিক্ত খাদ্য বস্তু সংবহনের মাধ্যমে বিভিন্ন সঞ্চয়ী অঙ্গে পৌঁছায় এবং ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চিত থাকে। দেহের সুরক্ষা – উন্নত প্রাণীর ক্ষেত্রে সংবহনের মাধ্যমে বিভিন্ন কোষ ( শ্বেতরক্ত কণিকা ) সরাসরি রোগ জীবাণু কে ধ্বংস করে দেহের সুরক্ষার বিশেষ ভূমিকা পালন করে।

পরিবহন ও সংবহনের মধ্যে পার্থক্য:

উদ্ভিদ পরিবহন বলতে মাটি থেকে শোষিত পানি ও খনিজ লবণ এবং পাতায় প্রস্তুত খাদ্যের চলাচলকে বোঝায়। পরিবহন ও সংবহনের মধ্যে পার্থক্য নিম্নরূপ-

১। পরিবহণ প্রধানত উদ্ভিদ দেহে জল ও খাদ্য রস চলাচলকে বোঝায়। অন্যদিকে সংবহন প্রাণীদেহে রক্ত ও লসিকা সঞ্চালনকে বোঝায়।

২। পরিবহণের মাধ্যম হল পানি। অন্যদিকে সংবহনের মাধ্যম হল রক্ত ও লসিকা।

৩। পরিবহণের পথ হল জাইলেম ও ফ্লোয়েম কলা। অন্যদিকে সংবহনের পথ হল রক্ত বাহ অর্থাৎ শিরা, ধমনী ও জালক।

৪। উদ্ভিদের পরিবহণ প্রধানত দুই ভাগে বিভক্ত যথা- ঊর্ধ্বমুখী ও নিম্নমুখী পরিবহণ। অন্যদিকে প্রাণীদের সংবহনে দুই ভাগে বিভক্ত যথা- রক্ত সংবহন ও লসিকা সংবহন।